কলকাতা : কয়লা পাচারকাণ্ডে (Cow Smuggling Scam) দীর্ঘ ইডি-র জেরা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীর নাম করে তাঁর উদ্দেশে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার কিছুক্ষণের মধ্যেই 'কয়লা ভাইপো' বলে পাল্টা নিশানা শানিয়েছেন বিজেপি (BJP) নেতা। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক নাম করে তাঁকে নিশানা করলেও বিরোধী দলনেতা পাল্টা আক্রমণ করার সময় নাম না করেই নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।


শুভেন্দুর পাল্টা


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম না করে শুভেন্দু অধিকারীর আক্রমণ, 'কয়লা ভাইপোর কথায় তো আর তদন্তকারী সংস্থা চলবে না, তারা চলবে প্রাপ্ত তথ্য-ডকুমেন্টের ওপরে।' যার পরই আক্রমণের সুর চড়িয়ে বিরোধী দলনেতার সংযোজন, 'তাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে কয়লা মাফিয়ার টাকা যেত প্রত্যেক মাসে। যার অ্যাকাউন্টে টাকা যেত, সেই রুজিরা নারুলাটা কে? সেই নামটা যদি তিনি বলে দিতে পারেন, যদি বলে দিতে পারেন যে তিনি কয়লা ভাইপোর ঠিক কে হন, তাহলেই তাঁর কথার উত্তর দেব।'


অভিষেকের আক্রমণ


শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'গরুপাচার, কয়লা পাচারে ফেরার প্রধান অভিযুক্তর সঙ্গে শুভেন্দু অধিকারীর ফোনে কথা হয়েছে। ৮ মাস আগে শুভেন্দুর সঙ্গে কথা হয়েছে দ্বীপ রাষ্ট্রে থাকা ফেরার অভিযুক্তর। সেই কথাবার্তার অডিও ক্লিপ আমি শুনেছি। যেখানে শুভেন্দু বলেছেন তোমার কেস আমি দেখে নেব।' আদালতে যে অডিও ক্লিপ তিনি জমা দেবেন বলে জানিয়ে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে অভিষেকের হুঁশিয়ারি, 'ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করুন।'


কেন্দ্রীয় এজেন্সিকে এক হাত নিয়ে অভিষেক বলেছেন, 'সুদীপ্ত সেন লিখিতভাবে যেখানে জানাচ্ছেন বিরোধী দলনেতা তাঁর থেকে ৬ কোটি টাকা নিয়েছে, সেখানে সিবিআই-ইডি কি তাঁর বাড়ির ঠিকানা ভুলে গিয়েছে? নাকি তাঁকে ডাকতে ভয় পাচ্ছে? কারণ আখেরে স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় নিজেদের চাকরি বাঁচাচ্ছেন তাঁরা। কেন্দ্রীয় তদন্তকারীদের বিরুদ্ধে কিছু বলার নেই, কিন্তু তাঁদেরকে কার্যত রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছে। তাই তৃণমূলে কেউ থাকলে তাঁকে তদন্তের জন্য ডাকা হবে, আর বিজেপিতে গেলেই সব থেকে ছাড়।' অভিষেকের আক্রমণ, 'ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গেলেও তাঁদের কেন ডাকছে না ইডি-সিবিআই?'


আরও পড়ুন- চিটফান্ড মামলায় হালিশহর পুরসভার চেয়ারম্যান তৃণমূল নেতা রাজু সাহানি গ্রেফতার