কলকাতা: স্বার্থের জন্য মানুষকে খুন হতে হচ্ছে। মতুয়াদের অনুষ্ঠানের ভার্চুয়াল ভাষণে একথা বললেন প্রধানমন্ত্রী। আর এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি রামপুরহাট হত্যাকাণ্ডের দিকেই ইঙ্গিত করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)? আর এদিনই, রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগের দাবি করেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাল্টা, জবাব দিয়েছে তৃণমূল (TMC)।


রামপুরহাট (Rampurhat) হত্যাকাণ্ড নিয়ে উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই কাশ্মীরের (Kashmir) মতো পশ্চিমবঙ্গেও (West Bengal) আইনশৃঙ্খলা পরিস্থিতির ভার কেন্দ্রীয় সরকারের হাতে তুলে নেওয়ার দাবি জানালেন শুভেন্দু অধিকারী। 


কী বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা? 


শুভেন্দু বলেন, "আশা করি প্রধানমন্ত্রী ৩৫৬ ধারা জারির মধ্যে দিয়ে, বিধানসভা জিইয়ে রেখে ৬ মাস ৬ মাস করে ৩৫৬ ধারা জারি করা হোক। তারপর বিধানসভায় যাদের মেজরিটি আছে তাদের ফিরিয়ে দিন। কাশ্মীরে যা করেছে, কিছুদিনের জন্য আইন-শৃঙ্খলাকে কেন্দ্রের হাতে নিয়ে নেওয়া উচিত।"                                   


আরও পড়ুন, বাংলা আবাস যোজনা প্রকল্পে সবচেয়ে বেশি অভিযোগ মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে, ব্যবস্থা নেওয়ার নির্দেশ মুখ্যসচিবের


প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বলেন, "আজ যখন স্বার্থের জন্য মানুষকে খুন হতে হচ্ছে, যখন সমাজে ভাগাভাগির চেষ্টা হচ্ছে, যখন ভাষা ও জাতির ভিত্তিতে ভাগাভাগির চেষ্টা হচ্ছে, তখন হরিচাঁদ ঠাকুরের জীবন দর্শন আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই মেলা এক ভারত, শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে আরও মজবুত করে।"                             


মতুয়াদের অনুষ্ঠান উপলক্ষ্যে ভার্চুয়াল ভাষণে এই মন্তব্য করে কি আসলে, নাম না করে, রামপুরহাট হত্যাকাণ্ডের দিকেই আঙুল তুললেন নরেন্দ্র মোদি? শুরু হয়ে গেছে জল্পনা। এর আগে ভিক্টোরিয়া মেমোরিয়ালের একটি অনুষ্ঠানের ভার্চুয়াল ভাষণে, সরাসরি রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন তিনি।