সুমন ঘড়াই, কলকাতা: এক বছরে মুখ্যমন্ত্রীর (Chief Minister) গ্রিভান্স সেলে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে। নবান্ন (Nabanna) সূত্রে এই খবর মিলেছে। পরিসংখ্যান সামনে আসতেই সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। দ্রুত সব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব (Chief Scretory)।


এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, "কারও বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, মিসড কল দিয়ে জানান। কোথায় কী ঘটছে আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব। রাজনৈতিক দলের নেতা হোক কী, অফিসার কেউ ছাড় পাবে না।" 


রবিবার উত্তরবঙ্গ (North Bengal) থেকে, দুর্নীতি রুখতে ‘দিদিকে বলো’ (Didi ke Bolo)-র আদলে নতুন কর্মসূচি চালুর ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষিতে নবান্নে মুখ্যমন্ত্রীর দফতরের আওতাধীন গ্রিভান্স সেলে জমা পড়া অভিযোগের কিনারা করতেও তৎপরতা বাড়াচ্ছে প্রশাসন। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে ২০২১-২২ সালে মোট ১০ লক্ষ ৮৮ হাজার ২০৬টি অভিযোগ জমা পড়েছে। 


যে ১০টি সরকারি প্রকল্পে সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ জমা পড়েছে সেগুলি হল --- 
বাংলা আবাস যোজনা
খাদ্যসাথী
স্বাস্থ্যসাথী
কন্যাশ্রী
১০০ দিনের কাজ
রূপশ্রী
কৃষকবন্ধু
যুবশ্রী
এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ


আরও পড়ুন, ‘স্বার্থের জন্য মানুষকে খুন করা হচ্ছে', মতুয়া মেলায় মোদির ভাষণে রামপুরহাট প্রসঙ্গ?


সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পে। প্রায় ১ লক্ষ ১৬ হাজার! এই পরিসংখ্যান সামনে আসতেই সরব হয়েছে বিরোধীরা। রাজ্য বিজেপির মুখপাত্র  শমীক ভট্টাচার্য বলেন, "কেন্দ্র ও রাজ্য টাকা দেয়। কিন্তু গরিবের লাভ হচ্ছে না তৃণমূলের দুর্নীতির জন্য।" সিপিএমএর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "এই আবাস যোজনায় আগেও অভিযোগ এসেছিল কাটমানির। দুর্নীতি যে চলছে অভিযোগই তা বলে দিচ্ছে।" 


নবান্ন সূত্রে দাবি, মোট যত সংখ্যক অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে সিংহ ভাগ অভিযোগই খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে খবর, সম্প্রতি সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।