কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: পুরভোটে (Municipal Election) বিজেপির (BJP) শোচনীয় ফলের পরে আত্মবিশ্লেষণের আহ্বান জানিয়েছিলেন দলের সাংসদ লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। তাঁকে কটাক্ষ করেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
এই আবহে এবার ট্যুইট করে খোঁচা দিলেন তথাগত রায় (Tathagata Roy)। তিনি লিখেছেন, ‘আত্মসমীক্ষা মানে দলগত, ব্যক্তিগত নয়। তা না হলে তো বাড়ির বাথরুমে বসেই করা যায়। বৈঠক ডাকবার দরকার হয় না। দল কী ভুল করেছে, কার নেতৃত্বে কীভাবে সেটা শোধরানো যাবে, সেটাই দেখতে হবে। কে কত কিলোমিটার চক্কর মেরেছে তা নয়। কিন্তু এসব বুঝতে হলে একটু শিক্ষাদীক্ষা দরকার।’
সাম্প্রতিক পুরসভা ভোটে রাজ্যের কোথাও বোর্ড গড়া তো দূর, প্রাপ্ত ভোট শতাংশের নিরিখেও বামেদের পিছনে বিজেপি। এই প্রেক্ষাপটে শনিবার দলের সাংগঠনিক বৈঠকে আত্মবিশ্লেষণের সুরে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘শুধু সন্ত্রাসের কথা বললে হবে না। নিজেদের দুর্বলতাও দেখতে হবে। খতিয়ে দেখতে হবে সিপিএম কীভাবে দ্বিতীয় স্থানে উঠে এল।’ একইসঙ্গে তাঁর অভিযোগ, দলের কমিটিগুলিতে যোগ্যতা নয়। গুরুত্ব পেয়েছে কোটা।
আরও পড়ুয়া চিন্তন বৈঠকে 'মাছেভাতে' বিজেপি, নজর কেড়েছে পদ্ম শিবিরের জমাটি আয়োজন
সেই প্রসঙ্গেই রবিবার লকেট চট্টোপাধ্যায়ের কড়া সমালোচনা করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ‘এসব কথা বলা খুব সহজ। যারা ময়দানে নেই তারা যদি এ ধরনের কমপ্লেন করে, তাহলে কী হবে! যারা ময়দানে কাজ করেছে, তারা জানে লড়াই কত কঠিন।’
পাল্টা লকেট বলেছেন, ‘কাল যখন ভিতরে কথা হচ্ছিল, দিলীপদা ওখানে যদি কিছু বলেন, বলতে পারতেন। আমি তো কখনও বলিনি ভিতরে আমি কী বলেছি। মিডিয়া স্পেকুলেট করেছে, আমি কী কথা বলেছি।’
দলের সর্বভারতীয় সহ সভাপতি ও হুগলির বিজেপি সাংসদের মতনৈক্য! অস্বস্তিতে পড়লেও এ ব্যাপারে মন্তব্য এড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।