কলকাতা : তৃণমূলের একুশে জুলাইয়ের ( 21 July Martyr's Day Rally )সমাবেশের দিনই জেলায় জেলায় বিডিও অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিজেপি ( BJP ) । বুধবার ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে কলকাতায় প্রতিবাদ মিছিল করেন শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষরা। 


ভোট লুঠে তৃণমূলকে সাহায্য় করেছেন বিডিও-রাও, এই অভিযোগ তুলে, একুশে জুলাই, তৃণমূলের সমাবেশের দিনই, রাজ্য়জুড়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। মহামিছিল থেকে সুকান্ত মজুমদার বলেন, বিডিও মানে এখন, 'বেচারা দিদির অফিসার'।


কলেজ স্কোয়ারের সভামঞ্চ থেকে বিডিও অফিস অভিযানের ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি ( Sukanta Majumday )। পক্ষপাতিত্ব থেকে শুরু করে কারচুপি, এবারের পঞ্চায়েত ভোটে( Panchayat Poll )  , বেনজিরভাবে এমন সব অভিযোগ উঠেছে BDO-দের বিরুদ্ধে। 


 


একাধিক বিডিও-কে ডেকে পাঠিয়েছে কলকাতা হাইকোর্ট। এই ইস্যুকে হাতিয়ার করে BDO-দের বিরুদ্ধে সুর চড়াচ্ছে বিজেপি। এর আগে BDO-দের কালো গোলাপ দেওয়ার কর্মসূচি নেয় গেরুয়া শিবির। এবার আরও একধাপ এগিয়ে বিডিও অফিস ঘেরাওয়ের ডাক। জেলায় জেলায় এই কর্মসূচি পালন করবে গেরুয়া শিবির।


বিডিও-দের ভূমিকা নিয়ে শুধু যে বিরোধীরাই সরব, এমন নয়। এখনও পর্যন্ত ৬ জন বিডিওর থেকে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট! কাউকে কাউকে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। হাবড়া ২ নম্বর ব্লকের দিঘরা মালিকবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের তিনটি বুথে, ভোটারের চেয়ে প্রদত্ত ভোটের সংখ্যা অনেক বেশি। মোট ভোটার সংখ্য়া যা, ভোট পড়েছে তার থেকে প্রায় ১৬৭ শতাংশ বেশি। এই পরিস্থতিতে হাবড়া ২ নম্বর ব্লকের বিডিও-র থেকে রিপোর্ট তলব করেছেন বিচারপতি অমৃতা সিন্হা।  এছাডা়ও আরও বেশ কয়েকজন বিডিওকে তলব করেন বিচারপতি।  

সব মিলিয়ে, তৃণমূল-বিজেপির জোড়া কর্মসূচি ঘিরে, রাজ্য রাজনীতির মেগা কার্নিভাল হতে চলেছে ২১ জুলাই।