কলকাতা: বিধ্বংসী আগুনে ভস্মীভূত হওড়ার পোড়া মঙ্গলাহাট। বৃহস্পতিবার গভীর রাতে আচমকাই আগুন লাগে পোড়া মঙ্গলাহাটে। ভস্মীভূত প্রায় ১হাজার দোকান। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ১৮ টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয়রা। আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।                                               

  


ভস্মীভূত হওড়ার পোড়া মঙ্গলাহাট: গতকাল রাত সাড়ে ১২টা নাগাদ আচমকা আগুন লাগে পোড়া মঙ্গলাহাটে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ১ হাজার দোকান। ব্যবসায়ীদের দাবি, স্থানীয় প্রোমোটার শান্তিরঞ্জন দে, হাট ভেঙে বহুতল তৈরি করতে চাইছিলেন। সেই কারণে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে প্রোমোটারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা। সকালেও পুরোপুরি নেভেনি আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকলের ১৮টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী। অভিযুক্ত প্রোমোটারের কোনও প্রতিক্রিয়া মেলেনি। মন্ত্রী অরূপ রায়কে ঘিরে বিক্ষোভ।                                          


অগ্নিকাণ্ডে পুড়ে খাক দোকান:


চলতি মাসেই মেটিয়াবুরুজে সম্রাট এসি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়। পুড়ে খাক হয়ে গিয়েছিল দুটি দোকান। ক্ষতিগ্রস্ত হয়েছিল আরও ২ টি দোকান। ঘটনার দিন ভোর পৌনে ৫ টা নাগাদ আগুন লাগে। তিনতলা এসি মার্কেটের একতলায় একটি কাপড়ের দোকানে আগুন লাগে। কাপড় বোঝাই থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে একতলার একাংশ। সূত্রের খবর, ওই মার্কেটে ৩টি তলা মিলিয়ে প্রায় ৬০০টি দোকান রয়েছে। যার অধিকাংশই কাপড়ের দোকান। দমকলের ৫টি ইঞ্জিনের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকে আগুন বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের।                     


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Nail Care Tips: ভঙ্গুর নখের সমস্যা দূর করতে ভরসা থাকুক 'ন্যাচারাল অয়েলস'-এ, কোন কোন তেল দিয়ে নখে মালিশ করতে পারেন?