সৌমিত্র কুমার রায়, দীপক ঘোষ ও বিজেন্দ্র সিংহ, কলকাতা : বিজেপির রাজ্য দফতরেই 'ঘরছাড়া' দিলীপ ঘোষ (Dilip Ghosh) ! মুরলিধর সেন লেনেই রাহুল সিন্হাও 'গৃহহীন'! মুরলিধর সেন লেনে দিলীপ-রাহুলের ঘর ভাঙার সিদ্ধান্ত ঘিরে তোলপাড়। রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্বেই কি 'গৃহহীন' দিলীপ-রাহুল? জল্পনা খারিজ সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar)। সংস্কারের জন্য ভাঙা হচ্ছে, আমার ঘরও ভাঙবে, বিতর্ক উড়িয়ে দাবি সুকান্তর। 


'দিলীপ ঘোষ-রাহুল সিন্হার ঘর ভেঙে আইটি সেলের দফতর করার সিদ্ধান্ত'। সংস্কারের কারণ দেখিয়ে ২ নেতার ঘর ভাঙার সিদ্ধান্ত বিজেপি (BJP) নেতৃত্বের, খবর সূত্রের। 'ঘর ভাঙার আগে কথা বলে নেওয়া উচিত ছিল, নিজস্ব ঘরের বদলে কমন রুমে বসতে বলা হয়েছে', বিজেপি দফতরেই ঘরছাড়া হওয়ার পরে দিলীপ ঘোষের গলায় হতাশা ! গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি বলেছেন, 'স্থায়ীভাবে উচ্ছেদ করা হচ্ছে। বলা হচ্ছে, আমাদের জন্য কমন রুম থাকবে।' সূত্রের খবর, দিলীপ ঘোষ সম্প্রতি মুরলীধর সেন লেনে, তাঁর বরাদ্দ ঘরে বসতে গিয়ে দেখেন এসি-র তার কাটা। তা দেখেই তিনি পার্টি অফিস ছেড়ে চলে যান। 


দিলীপ ঘোষ পার্টি অফিস ছেড়ে চলে গেলেও, রাহুল সিন্হা সে পথে হাঁটেননি। তিনি আপাতত মুরলীধর সেন লেনের গ্রাউন্ড ফ্লোরের একটি ঘরে বসেই জনসংযোগ সারছেন। বিজেপি নেতার বার্তা, এটা নতুন তো নয়। এর আগে আমি এই ঘরে বসেই গল্প করেছি।


বঙ্গ বিজেপির একাংশের মতে, মুরলীধর সেন লেনে পরিসর কম। তাই সংস্কারের কাজে হাত লাগানো হয়েছে। পাশাপাশি ওই কার্যালয়েই আইটি সেলের অফিসও তৈরি করা হবে। তবে বিজেপির অন্দরেই প্রশ্ন, সল্টলেকের কার্যালয়ে আইটি সেলের অফিস থাকা সত্বেও, আরও একটি আইটি সেলের অফিস গড়ার কী প্রয়োজন পড়ল ? সবমিলিয়ে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বঙ্গ বিজেপির অন্দরে অল ইজ নট ওয়েল।                                                                                                  



 


আরও পড়ুন- হুগলি জুড়ে তৃণমূল-বাম-কংগ্রেস নেতাদের ছবি দিয়ে পোস্টার, তরজা


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial