দীপক ঘোষ, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও সোমনাথ মিত্র, হুগলি : হুগলি জুড়ে তৃণমূল-বাম-কংগ্রেস নেতাদের ছবি দিয়ে পোস্টার। বিরোধীদের ইন্ডিয়া জোটকে কটাক্ষ করে হুগলি জুড়ে পোস্টার, ফ্লেক্স। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), সনিয়া গান্ধী (Sonia Gandhi), রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অধীর রঞ্জন চৌধুরী, মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীদের একসঙ্গে ছবি দিয়ে পোস্টারে ছয়লাপ বিভিন্ন এলাকা। আর যে পোস্টার ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। 


'হয় বিজেপি-আরএসএস, না হয় তাদের বি টিম তৃণমূলের কাজ', ইন্ডিয়া জোটকে (I.N.D.I.A Opposition) কটাক্ষ করে ফ্লেক্স নিয়ে অভিযোগে মহম্মদ সেলিমের। জোটকে কটাক্ষ করে পোস্টারে তৃণমূলের হাত নেই, পাল্টা দাবি শোভনদেব চট্টোপাধ্যায়ের। 'বাম-কংগ্রেসের অনেকেই তৃণমূলের জোট মানতে পারছে না, তাদেরই পোস্টার', পোস্টার, ফ্লেক্স বিতর্কে বামেদের অভিযোগ উড়িয়ে পাল্টা কটাক্ষ বিজেপির (BJP) ।


এক ফ্লেক্সে ইন্ডিয়া জোটের রথী-মহারথীরা। হুগলির বিভিন্ন জায়গায় ছেয়ে গেছে ফ্লেক্সে। হুগলির পোলবা, সিঙ্গুর, পাণ্ডুয়া, চাঁপদানি-সহ বিভিন্ন জায়গায় দেখা গেছে বাংলা এবং হিন্দিতে লেখা এই ফ্লেক্স। সেখানে লেখা, বিজেপি হঠাও, 'INDIA' বাঁচাও। কিন্তু বিরোধীদের জোট 'INDIA'-র গুরুত্বপূর্ণ অংশ হিসাবে থাকলেও তৃণমূলের ছোঁয়াচ এড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ 'সমন্বয় কমিটি'তে না থাকার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম। তৃণমূলকে লাগাতার আক্রমণ করে চলেছেন আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা ! তাহলে মমতা-অভিষেকের সঙ্গে ফ্লেক্সে মহম্মদ সেলিম বা সুজন চক্রবর্তীর ছবি দিল কে ?


'INDIA' জোটের অংশ হলেও, বাংলায় অধীর চৌধুরীরও বারবার তৃণমূলের সঙ্গে কড়া লড়াইয়ের অবস্থানে অনড় থাকার বার্তা দিচ্ছেন। দুর্নীতি প্রসঙ্গে ক্রমাগত আক্রমণ করছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। তাহলে এই অবস্থায়, মমতা-অভিষেকের সঙ্গে ফ্লেক্সে অধীর চৌধুরীর ছবি দিল কে ?


এদিকে, পোস্টারে যেমন লেখা রয়েছে 'ইনকিলাব', তেমনই লেখা রয়েছে 'জয় বাংলা'ও। যদিও, তৃণমূল বলছে এই পোস্টার তারা দেয়নি। তাহলে মমতা-অভিষেকের সঙ্গে সেলিম-অধীরদের ছবি কারা দিল ? এর নেপথ্যে কী কোনও রাজনৈতিক কৌশল রয়েছে ? বঙ্গ সিপিএম ও কংগ্রেসকে কি কেউ তৃণমূলের সঙ্গে এক সারিতে দেখিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে ? তারা কারা ? ফ্লেক্সের তলায় কারও নাম বা সংগঠনের উল্লেখ নেই। তৃণমূলের সঙ্গে সিপিএম এবং কংগ্রেসের দিল্লিতে দোস্তি আর বঙ্গে কুস্তির যে পরিস্থিতি চলছে, সেই আবহে এই ফ্লেক্স নতুন তরজার জন্ম দিল।


আরও পড়ুন- বিজেপির রাজ্য দফতরেই 'ঘরছাড়া' দিলীপ ঘোষ, রাহুল সিনহা !


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial