শিবাশিস মৌলিক, কলকাতা: ভোটের দিকে তাকিয়ে পাখির চোখ বাজেটে (Union Budget 2023)। এবার বাজেটের সুফল বোঝাতে ১২ দিন ধরে দেশজুড়ে প্রচার অভিযান চালাবে বিজেপি। আজ থেকেই দেশের ৫০টি শহরে শুরু হবে প্রচার।                                                                                      


২৪-এর লোকসভা ভোটের আগে এটাই ছিল দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। তার আগে কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে সাধারণ মানুষকে অবগত করাই বিজেপির লক্ষ্য। এর জন্য কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে সমিতি গঠন করা হয়েছে। বাংলাতেও চলবে প্রচার। জেলায় জেলায় দলের নেতৃত্ব ও জনপ্রতিনিধিদের মানুষের দরজায় কড়া নেড়ে কেন্দ্রীয় বাজেটের সুফল বোঝানোর নির্দেশ দেওয়া হয়েছে।                                                             


মোদি সরকারের এবারের বাজেটে মধ্যবিত্ত অনেকটাই স্বস্তি পেয়েছে। কিন্তু, বাজেট নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি থেমে নেই। বিরোধীরা একযোগে বাজেট নিয়ে, কেন্দ্রের সমালোচনায় সুর চড়িয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর বক্তব্য, এই বাজেট স্বপ্নপূরণের বাজেট। 


আরও পড়ুন, প্যান হবে মূল পরিচয়পত্র, ব্যাঙ্কিংয়ের জন্য সুবিধা হবে, মন্তব্য চন্দ্রশেখর ঘোষের


নতুন আয়কর কাঠামোয় বিপুল ছাড় দিয়েছে মোদি সরকার। নতুন কাঠামোয় বার্ষিক ৭ লক্ষ অবধি আয়ে মিলবে ছাড়। এছাড়া বাজেটে প্রবীণ এবং মহিলাদের জন্যও করা হয়েছে একগুচ্ছ ঘোষণা। সাধারণ মানুষ যখন বাজেটের পর লাভ-ক্ষতির অঙ্কে ব্যস্ত, তখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্য়ে শুরু হয়ে গেছে বাজেট নিয়ে বাগযুদ্ধ। 


মোদি সরকারের দাবি এই বাজেট স্বপ্নপূরণের বাজেট। যদিও, বাজেট নিয়ে চড়়া সুরে আক্রমণ শানিয়েছে তৃণমূল