মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল : ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ঘরে উত্তেজনা ছড়াল আসানসোলে। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে আসানসোলে ACP অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি। বন্ধুদের সঙ্গে বাঁকুড়ায় বেড়াতে গিয়ে আসানসোলের ওই ছাত্রী 'ধর্ষণের' শিকার হয় বলে অভিযোগ। ঘটনায় চার জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও, এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনাটি পুলিশ চেপে যেতে চাইছে বলে অভিযোগ তোলা হয় বিক্ষোভকারীদের তরফে। এই পরিস্থিতিতে আর জি কর কাণ্ড এবং তাতে তৎকালীন সিপি বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে সরব হন অগ্নিমিত্রা। আসানসোলের নির্যাতিতার সঙ্গে তাঁদের দেখা করতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ।
কী ঘটনা ?
বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে বেড়াতে গিয়েছিল ওই ছাত্রী। আসানসোল ফিরে আসার পর সে অসুস্থ হয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে আজ নিয়ে আসা হয় দুর্গাপুর ESI হাসপাতালে। সেখানে আজ তার মেডিক্যাল টেস্ট হয়েছে। এরপর আজ সে চারজনের নামে অভিযোগ দায়ের করে। এখনও পর্যন্ত তাদের মধ্যে কেউ গ্রেফতার হয়নি। আজ বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল ও লক্ষ্মণ ঘোড়ুই দুইজনেই নির্যাতিতার সঙ্গে দেখা করতে গিয়ে বাধার মুখে পড়েন বলে অভিযোগ। এর প্রতিবাদে তাঁদের তরফে দুর্গাপুরে ইএসআই হাসপাতালের সামনে এবং আসানসোলে এসিপি অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। বিরোধীদের দাবি, তৃণমূল ও পুলিশ এটা চেপে যেতে চাইছে। ঘটনার গুরুত্ব যাতে না প্রকাশ পায় সেই চেষ্টা করছে। যদিও পুলিশের তরফে বলা হচ্ছে, চার জনের নামে অভিযোগ দায়ের হয়েছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা হবে। এমনই বলা হচ্ছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে।
সদ্য আর জি কাণ্ডের ঘটনা ঘটেছে। যে ঘটনার রেশ এককথায় এখনও কাটেনি। ঘটনার প্রতিবাদে দিনের পর দিন রাজপথে নেমেছে নাগরিক সমাজ। নিহত চিকিৎসকের দেহ সৎকার নিয়ে উঠেছে অভিযোগ। প্রমাণ লোপাটের চেষ্টা দ্রুত তাঁর দেহ সৎকার করে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। এনিয়ে রাজনৈতিক টানাপোড়েনও চলছে সমানে। ঘটনায় একদিকে যেমন পুলিশের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ তুলেছে আন্দোলনকারী চিকিৎসকদের পাশাপাশি নাগরিক সমাজ, তেমন রাজ্যের শাসক দলের ভূমিকা নিয়েও কম চর্চা হয়নি। আর জি করের ঘটনার পরও রাজ্যে একের পর এক ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ফের একবার ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল। এবারও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি।