শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: রাজ্য জুড়ে আজ শ্রদ্ধাঞ্জলি দিবস পালন করছে বিজেপি। ভোট পরবর্তী হিংসায় (Post Poll Violence) নিহত কর্মীদের স্মৃতির উদ্দেশ্যে গঙ্গায় তর্পনের কর্মসূচিও রয়েছে বিজেপির (BJP)। আর এবার অভিষেকের (Abhishek Banerjee) জনসংযোগ যাত্রার মাঝেই এবার দিনহাটায় জনসংযোগ যাত্রায় কোচবিহারের সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik)।  


ভোট পরবর্তী হিংসায় নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। দেখা করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে শুনলেন তাঁদের অভাব- অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংযোগ যাত্রাকে ঘিরে করলেন কটাক্ষ। এদিন ভেটাগুড়ি দুই গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণের চৌকি এলাকায় ভাঙ্গা রাস্তা নিয়ে তার কাছে অভিযোগ করেন গ্রামের মানুষ। যদিও প্রতিমন্ত্রীর দাবি, 'সাংসদ কোটার টাকা নিচ্ছে না তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের প্রধান। তাঁর অভিযোগ, তৃণমূল নিজেরা উন্নয়ন করবে না, অন্যকে উন্নয়ন করতে দেবে না।'  


 অপরদিকে, এদিন 'সন্ত্রাস নিয়ে' ফের বিরোধী দলনেতার নিশানায় শাসকদল এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু এদিন বলেন,'মমতা বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন, আপনার চার-পাঁচ প্রজন্ম রাজ্য শাসন করবে, তাহলে ভুল ভাবছেন। অত্যাচারীদের যেতেই হবে। আবার খুনের রাজনীতি শুরু করেছেন। গত ১০-১২ দিনে ৩ জন বিজেপি নেতা-কর্মী খুন।' 


শুভেন্দু এদিন বলেন, ' পশ্চিমবঙ্গকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।' সিবিআই তদন্তের দাবি জানিয়ে আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ডাক বিরোধী দলনেতার। এদিন শুভেন্দু বলেন,'পরিবারের সামনেই বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। খুনিদের কাছে থেকে বিজেপি নেতার নিথর দেহ সংগ্রহ করেছে পুলিশ। চোরের মতো দেহ নিয়ে মর্গে রেখেছে পুলিশ।'


শুভেন্দু দাবি জানিয়ে বলেন,' মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত করতে হবে। রাজ্য সরকারি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা চলবে না। কেন্দ্রীয় সরকারি হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করতে হবে।' পাশাপাশি আগামীকাল ১২ ঘণ্টার ময়নায় বনধের ঘোষণা করেন বিরোধী দলনেতা। তিনি আরও বলেন,'পরিবারের দায়িত্ব নিচ্ছে বিজেপি। আইনি লড়াইয়ের মাধ্যমে সিবিআই তদন্তের দাবি চলবে। আগামী ৪ মে বিজয়কৃষ্ণ ভুইয়াঁর শ্রদ্ধাঞ্জলি দিবস পালন হবে।'


আরও পড়ুন, সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?


 আরও পড়ুন, ওজন কমাতে কীভাবে সাহায্য করে মৌরী? রোজের মেনুতে উপকরণ রাখলে আর কী কী উপকার পাবেন? 


তিনি আরও দাবি করেছেন,'সঞ্জয় তাঁতিকে অপহরণ করা হয়েছিল।' শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন,'ময়নায় প্রায় ৩০০ বার আক্রমণ করেছে তৃণমূল। এখনও বেশ কয়েকজন বিজেপি কর্মী জেলে আছে।' তবে এখানেই শেষ নয়, তৃণমূল সুপ্রিমোকে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দুর সংযোজন, ' পশ্চিমবঙ্গকে চম্বলের রাজত্বে পরিণত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।'