বর্ধমান, কমলকৃষ্ণ দে: বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাজ্যপালকে কালো পতাকা দেখাল টিএমসিপি-র সদস্যরা। রাজ্যপালের গাড়ি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতেই উঠল গো ব্যাক স্লোগান। রাজ্যপাল দূর হঠো বলেও স্লোগান দিল শাসক দলের ছাত্র সংগঠনের সদস্যরা। ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় এসএফআই-ও।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের (Burdwan University) ক্যাম্পাসে ঢুকছে আচার্যের কনভয়, আর কালো পতাকা নিয়ে রাস্তার দু-ধারে দাঁড়িয়ে রয়েছেন পড়ুয়াদের একাংশ! উঠছে গো ব্যাক স্লোগান। রাজ্যপালের সফর ঘিরে উত্তপ্ত হয়ে উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এদিন সকাল সাড়ে ১০ টা নাগাদ বিশ্ববিদ্যালয় পরিদর্শনে যান সিভি আনন্দ বোস। স্থায়ী উপাচার্য নিয়োগ, একাধিক বিভাগে অধ্যাপক নিয়োগ, মুখ্যমন্ত্রীকে আচার্য করা সহ একাধিক দাবিদাওয়া নিয়ে এদিন গোলাপবাগ ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় টিএমসিপি (TMCP)। অন্যদিকে, জাতীয় শিক্ষানীতি বাতিলের প্রতিবাদে এদিন ক্যাম্পাসে বিক্ষোভ দেখায় এসএফআই-ও (SFI)।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এসএফআই সদস্য ও পড়ুয়া রানা দাসের কথায়, আমাদের পোস্টারে লেখা আছে রিজেক্ট এনইপি। আজকে রাজ্যপাল সিভি আনন্দ বোস এসছেন বলে আমরা এনইপি পোস্টার হাতে নিয়ে দাঁড়িয়ে আছি।
শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন রাজ্যপাল (CV Ananda Bose)। কথা বলেন পড়ুয়াদের সঙ্গেও। তাঁদের অটোগ্রাফ দেন সিভি আনন্দ বোস। পড়ুয়াদের জন্য এদিন মিষ্টি নিয়ে যান আচার্য। এদিন অবশ্য ক্যাম্পাসে ছিলেন না বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তবে তিনি সঙ্গত কারণেই উপস্থিত থাকতে পারেননি বলেও জানিয়ে দেন রাজ্যপাল।
আগেও একই ঘটনা: এর আগে নদিয়ার কল্যাণীতে যান রাজ্য়পাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। সেখানেও তাঁকে কালো পতাকা দেখায় তৃণমূল। গত বৃহস্পতিবার কল্যাণী বিশ্ববিদ্যালয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্য়পাল। অনুষ্ঠানে যাওয়ার পথে কল্য়াণী ঘোষপাড়া আইটিআই মোড়ে রাজ্য়পালের কনভয়ে কালো পতাকা দেখান তৃণমূল কর্মীরা। গো-ব্য়াক স্লোগানও দেওয়া হয়।
আরও পড়ুন: East Burdwan: বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, রণক্ষেত্র ভাতার