কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারের (Bhatar) বামশোরে। পুলিশের গাড়ি ভাঙচুর করেন উত্তেজিত স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান তাঁরা। স্পিড ব্রেকারের দাবিতে রাস্তা অবরোধও করা হয়।


মৃত্যু ঘিরে উত্তেজনা: পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্য়ু ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের ভাতারের বামশোরে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মুর্শিদাবাদ থেকে বর্ধমানে ফিরছিলেন বাইক আরোহী শেখ নইমুদ্দিন। ভাতারের বামশোরের বর্ধমান থেকে নতুনহাটগামী একটি বাস তাঁকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এরপরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেওয়া হয়। ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি।  স্পিড ব্রেকারের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশের আশ্বাসে বেশ কিছুক্ষণ পর অবরোধ ওঠে। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, “বাইক সাইডে যাচ্ছিল। বাস এসে মেরে দিল বাইককে। ফেলে দিয়ে ধাক্কা দিল।’’


চলতি সপ্তাহেই বর্ধমান স্টেশনে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। এই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। ৩৪ জন আহত হয়েছিলেন। রেল সূত্রে খবর মেলে, বুধবার বেলা ১২টা ৮ মিনিটে বর্ধমান স্টেশনের ২ ও ৩ নম্বর প্ল্যাটফর্মের মাঝে ভেঙে পড়ে জলের ট্যাঙ্ক। প্ল্যাটফর্মের শেড ভেঙে গুরুতর জখম হয়েছিলেন বেশ কয়েকজন। আহতদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। এই ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে পড়ে রেলের যাত্রী নিরাপত্তা।


ওই একই দিনে কলকাতায় বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক পুলিশ কর্মীর। ভোর ৫টা নাগাদ মানিকতলা মোড়ের কাছে এই ঘটনা ঘটে। ডিউটি সেরে মোটরসাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন পশ্চিম বন্দর থানার কনস্টেবল অভিজিৎ চক্রবর্তী। রাজা দীনেন্দ্র স্ট্রিট ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে দুর্ঘটনা ঘটে। মানিকতলা মোড়ের দিকে যাওয়ার সময়, পুলিশ কর্মীর বাইকে ধাক্কা মারে পণ্যবাহী বেপরোয়া লরি। পুলিশ কর্মী রাস্তায় পড়ে গেলে, তাঁকে পিষে দিয়ে চলে গিয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্ত শুরু করে মানিকতলা থানার পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Calcutta High Court: জ্যোতিপ্রিয়র কেবিনের ভিতর থেকে সরাতে হবে সিসিটিভি, নির্দেশ হাইকোর্টের