জয়ন্ত রায়, দক্ষিণ ২৪ পরগনা: গভীর রাতে জিন্স ধোলাই কারখানায় ভয়ঙ্কর বিস্ফোরণ। তাতে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেল। ভয়াবহ আগুনে কার্যত পুড়ে ছাই হয়ে গিয়েছে কারখানা (Jeans Factory)। গুরুতর আহত হয়েছেন চার জন শ্রমিক। তাঁদের মধ্যে এক জনের ডান চোখ নষ্ট হতে বসেছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। আপাতত কারখানাটি সিল করে দিয়েছে পুলিশ (South 24 Parganas News)।


এক জনের ডান চোখ নষ্ট হতে বসেছে


দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ঘটনা। সেখানকার কালীতলা আশুতি থানা এলাকায়, চট্টা মাঝের পোল এলাকায় অবস্থিত কারখানাটি। শুক্রবার রাত পৌনে ৩টে নাগাদ তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনে পুড়ে কার্যত চাই হয়ে গিয়েছে ওই কারখানা। ভেঙে পড়েছে সামনের অংশ। ঘটনার পর থেকেই কারখানার মালিক পলাতক। পুলিশ তাঁর খোঁজ শুরু করেছে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জিন্স ধোলাইয়ের ওই কারখানায় রাসায়নিক ভর্তি ড্রাম বসানো ছিল। তাতেই বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায়। এই ঘটনায় চার জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন, যাঁদের একজনের ডান চোখটি নষ্ট হতে বসেছে। ওই ব্যক্তিকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। যে ব্যক্তির চোখ নষ্ট হতে বসেছে, তাঁ নাম নইমুল হক। বয়স ৩৫ বছর। আহতরা সকলে শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গিয়েছে। 


আরও পড়ুন: Gopal Dalapati: 'নিজেদের কুকীর্তি ঢাকতে হৈমন্তীর নাম ভাসিয়েছে কুন্তল', এবিপি আনন্দে এক্সক্লুসিভ প্রতিক্রিয়া গোপাল দলপতির


স্থানীয়রা জানিয়েছেন, বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, কারখানার সামনের অংশ ভেঙে পড়ে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় কালীতলা আশুতি থানার পুলিশ। ইতিমধ্যেই কারখানাটি সিল করে দেওয়া হয়েছে পুলিশের তরফে। সংলগ্ন এলাকাতেও আসা-যাওয়া বন্ধ রাখা হয়েছে আপাতত। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 


সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন


এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কিন্তু সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে ভয় পাচ্ছেন এলাকার মানুষজন। গতকাল রাত খেকেই খোঁজ মিলছে না কারখানার মালিকের। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনের আগে বিগত কয়েক মাসে এমন ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। বিস্ফোরণ, গোলাগুলি, খুন, এমন একাধিক ঘটনা সামনে এসেছে। তাই এই ঘটনাকে ঘিরেও আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। রাসায়নিক মজুতের কারণ কী, কত পরিমাণ মজুত করে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।