কলকাতা : চৌঠা ডিসেম্বরের বদলে এনুমারেশন ফর্ম জমার সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে ১১ ডিসেম্বর পর্যন্ত । ২০২৬-এর ৭ ফেব্রুয়ারি নয়, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি । অর্থাৎ পুরো ৭ দিন বাড়তি সময়। SIR-এর এনুমারেশন পর্ব শেষ হওয়ার চার দিন আগে, পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলেই, SIR গোটা প্রক্রিয়া পিছিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এরই মধ্যে ইলেকশন কমিশন নির্দেশিকা জারি করে জানাল, মঙ্গলবারের মধ্যেই শেষ করতে হবে সংগ্রহ করা ফর্ম আপলোড। BLO-দের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন।
আজ রাত ১২টার মধ্যে শেষ করতে হবে সংগ্রহ করা ফর্ম আপলোড
জমা নেওয়া সমস্ত ফর্ম মঙ্গলবারের মধ্যে আপলোড করতে হবে। ৩ তারিখ থেকে প্রত্যেকদিনের সংগৃহীত ফর্ম প্রত্যেকদিন আপলোড করতে হবে। কোনও ব্যাকলগ গ্রহণযোগ্য হবে না। ১১ ডিসেম্বরের মধ্যে ফর্ম না দিলে গ্রহণযোগ্য হবে না। গোটা প্রক্রিয়াতে যদি কোথায় কোনও ইচ্ছাকৃতভাবে ত্রুটি চিহ্নিত হয় তাহলে দায়ী থাকবে BLO-রা। জানিয়ে দিয়েছে কমিশন।
আজকের মধ্যেই এনুমারেশন ফর্ম আপলোড করতে হবে, নির্দেশ কমিশনের
এছাড়া, ২০০২ সালে যে সমস্ত ভোটারের বয়স ৬০ বছরের বেশি সেগুলিকে আবার খতিয়ে দেখতে হবে। ২০০২ সালে যাঁদের বয়স ষাট পেরিয়ে গিয়েছিল, ২০২৫ সালে তাঁদের বয়স ৮০ পেরিয়ে গিয়েছে। তাদের সম্পর্কে তথ্য আবার খতিয়ে দেখতে হবে। ২০২১ ও ২০২৪ যে বুথ গুলি স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছিল সেই বুথের ক্ষেত্রে বিশেষ নজরদারি চালানো হবে।
গত, ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থান, কেরল-সহ ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। তাতে BLO-দের বাড়ি বাড়ি এনুমারেশন ফর্ম বিলি ও সংগ্রহের সময়সীমা ছিল ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত। এবার সেই সময়সীমা ১ সপ্তাহ বাড়িয়ে করা হল ১১ ডিসেম্বর। ৯ ডিসেম্বরের বদলে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে ১৬ ডিসেম্বর।