Redmi Phones: আগামীকালই ভারতে আসছে রেডমির নতুন ফোন। এটি ৫জি মডেল হতে চলেছে। রেডমি 'সি' সিরিজের একটি ফোন এবার লঞ্চ হবে। ৩ ডিসেম্বর ভারতে আসছে রেডমি ১৫সি ৫জি ফোন। লঞ্চের পর অনলাইনে কেনা যাবে অ্যামাজন থেকে। লঞ্চের আগে ওই ই-কমার্স সংস্থার মাইক্রো সাইট থেকেই জানা গিয়েছে, রিয়েলমি ১৫সি ৫জি ফোন ভারতে লঞ্চ হবে তিনটি রঙে। আর সেগুলি হল Dusk Purple, Moonlight Blue এবং Midnight Black । এই ফোনের ব্যাক প্যানেলে চৌকো ক্যামেরা মডিউল থাকবে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে এই ফোনে। 

Continues below advertisement

এ যাবৎ রেডমি ১৫সি ৫জি ফোন সম্পর্কে কী কী তথ্য জানা গিয়েছে (সম্ভাব্য) দেখে নিন একনজরে 

রেডমি ১৫সি ৫জি ফোনের সম্ভাব্য দাম 

Continues below advertisement

টিপস্টার অভিষেক যাদব রেডমি ১৫সি ৫জি ফোনের দাম সম্পর্কে আভাস দিয়েছেন। এই ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ১২,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম হতে পারে ১৩,৯৯৯ টাকা। রেডমি ১৫সি ৫জি ফোনের আরও একটি ভ্যারিয়েন্ট। সেখানে রয়েছে ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সাপোর্ট। এই মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। অর্থাৎ এটা বোঝা যাচ্ছে যে, রেডমি ১৫সি মডেল বাজেট সেগমেন্টের একটি ৫জি ফোন হতে চলেছে। দাম আকাশছোঁয়া হবে না। অনুমান, ১৫ হাজার টাকার কমেই কেনা যাবে এই ফোন। তবে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও। রেডমি সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। 

ক্যামেরা স্পেসিফিকেশন 

এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং আর একটি সেকেন্ডারি সেনসর থাকবে, যার মেগাপিক্সেল জানা যায়নি। ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে এই ফোনের ডিসপ্লের উপর। MediaTek 6300 চিপসেট থাকতে চলেছে রেডমি ১৫সি ৫জি ফোনে। 

অন্যান্য ফিচার 

৬.৯ ইঞ্চির ডিসপ্লে থাকবে রেডমির আসন্ন ফোনে। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে। এআই যুক্ত ফিচার থাকবে একাধিক। তার মধ্যে আছে সার্কেল টু সার্চ ফিচার। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৬০০০ এমএএইচ ব্যাটারি। এই ফোনে থাকবে এলসিডি স্ক্রিন যেখানে ইউজাররা পাবেন এইচডি প্লাস রেজোলিউশন সাপোর্ট এবং এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ। শাওমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকেও এই ফোন কেনা যাবে।