রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: গভীর রাতে দুষ্কৃতী (miscreants) হামলা (attack) চালসা (chalsa) ব্লক (Block) তৃণমূল যুব কংগ্রেস (Trinamool Youth Congress) কার্যালয়ে (Office)। খবর ছড়াতেই আজ সকালে কার্যালয়ে আসেন যুব তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ, আসেন সদ্যঘোষিত তৃণমূলের মেটেলি ব্লক সভাপতি জোসেফ মুণ্ডাও।
যা ঘটেছে...
শনিবার গভীর রাতে কেউ বা কারা ওই কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ। দাবি, পাথর দিয়ে কার্যালয়ের দুটি বড়ো কাঁচ ভেঙে দেওয়া হয়। বিষয়টি নিয়ে এর মধ্যে তদন্ত শুরু করেছে মেটেলি থানার পুলিশ। প্রাথমিক ভাবে এটি দুষ্কৃতী-হামলা বলেই মনে করা হচ্ছে। কিন্তু কেন হঠাৎ তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ে চড়াও হল তারা, প্রশ্ন উঠেছে এখান থেকে। স্থানীয় সূত্রে খবর, আগামী বছর পঞ্চায়েত নির্বাচন এবং তার পর লোকসভা ভোটের কথা মাথায় রেখে গত কালই সেখানে দলের সাংগঠনিক স্তরে কিছু রদবদল এনেছিল তৃণমূল। নির্দিষ্ট করে বললে টাউন ব্লক ও সাতটি ব্লক স্তরে বদলের কথা সিদ্ধান্ত নেন শীর্ষ নেতৃত্ব, চালসায় তৃণমূলের নতুন ব্লক সভাপতি হিসেবে জোসেফ মুণ্ডার নাম ঘোষণা করা হয়। তার পর এক রাতও পেরোল না। হামলা চলল দলের যুব কংগ্রেস কার্যালয়ে। ঘটনাটি নিয়ে গোটা চালসা এলাকাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
হামলা দক্ষিণেও...
ঘটনাচক্রে গত কাল রাতেই দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের পিটুয়া মোড়েও এক তৃণমূল সমর্থকের উপর হামলা চলে। অভিযোগ, জসিমউদ্দিন মোল্লা এক তৃণমূল সমর্থকের (TMC Supporter) বাইক দাঁড় করিয়ে গুলি (Shootout) চালানো হয়। শনিবার রাত সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে। জসিমউদ্দিনের কাঁধের কাছে গুলি লেগেছে বলে খবর। আশঙ্কাজনক অবস্থায় (Critical Condition) তাঁকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে আনা হয়। স্থানীয় দুষ্কৃতী সাইফুল ঘরামির বিরুদ্ধে হামলার অভিযোগ। ‘তৃণমূল উপ প্রধানের সঙ্গে ঘনিষ্ঠতার জেরেই হামলা’, দাবি খোদ আক্রান্তের। নেপথ্যে বিজেপির হাত, অভিযোগ আহত তৃণমূল সমর্থকের পরিবারের। ‘রাজনীতি নয়, ব্যক্তিগত শত্রুতায় হামলা’, গুলিবিদ্ধ দলীয় কর্মীর দাবি নস্যাৎ করে মন্তব্য তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের। ওই ঘটনায় মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
দিনের আলো ফুটতে না ফুটতে রাজ্যের অন্য প্রান্ত থেকে আর এক হামলার খবর। এবার ভাঙচুর কার্যালয়ে।
আরও পড়ুন:এবার বিদেশে ব্যোমকেশ, অরিন্দমের 'হত্যামঞ্চ' মুক্তি পাচ্ছে আন্তর্জাতিক স্তরে