বিটন চক্রবর্তী, হলদিয়া: হলদিয়া শিল্পাঞ্চলে গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন ঘিরে প্রকাশ্যে বিজেপি -বিএমএস অন্তর্দ্বন্দ্ব। আরএসএস-এর শ্রমিক সংগঠন বিএমএস(ভারতীয় মজদুর সংঘ) থাকলেও হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল সমান্তরাল ভাবে অন্য একটি শ্রমিক সংগঠন গড়ে তুলতে চাইছেন, অভিযোগ বিএমএসের। শ্রমিকদের নিয়ে এমন একটা বৈঠকে বিএমএস প্রতিবাদ করলে শুরু হয় বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি সেই সংক্রান্ত একটি ভিডিও ভাইরালও হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে তাপসী মণ্ডলের দাবি, আলাদা কোনও সংগঠন নয়, বিধায়ক হিসেবে তিনি শ্রমিকদের অভাব অভিযোগ শুনছিলেন। হলদিয়ায় বিএমএস শ্রমিক স্বার্থ সুরক্ষিত করতে ব্যর্থ। কারখানার গেটেই শুধু কেন উনি ইউনিয়ন করছেন, বিড়ি শ্রমিক টোটো ইউনিয়ন করুক না, পালটা আক্রমণ বিএমএস রাজ্য নেতৃত্বর। এদিকে সবকিছু দেখে গোষ্ঠীদ্বন্দ্বের খোঁচা তৃণমূলের।


হলদিয়া শিল্পাঞ্চল নিয়ে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। কর্মী নিয়োগের ক্ষেত্রে সরকারি জব পোর্টাল থেকে শুরু করে শ্রমিক সহায়তায় থানায় হেল্প ডেস্ক, সবই করা হয়েছে। রাজ্যজুড়ে ২০১৬ ও ২০২১ সালে তৃণমূল কংগ্রেসের ভালো ফল করলেও, রাজ্যের শাসক দলের কাছে  অধরা থেকেছে হলদিয়া আসন। ২০১৬ সালে তাপসী মণ্ডল সিপিএমের টিকিটে জেতার পর ফের ২০২১-এ তিনি দলবদল করে বিজেপির টিকিটে জয়লাভ করেছেন। এবার হলদিয়ার সেই বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের বিরুদ্ধেই উঠল হলদিয়াতে বিএমএসকে বাদ দিয়ে আলাদা করে অন্য একটি শ্রমিক সংগঠন তৈরির প্রক্রিয়ার অভিযোগ। আর এই ঘটনা নিয়ে সরব হয়েছে খোদ গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস।


ঘটনাটির সূত্রপাত হয় গত বৃহস্পতিবার। আরএসএসের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ সংক্ষেপে বিএমএস নেতারা খবর পান হলদিয়ার বিজেপি বিধায়ক তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা  সভাপতি তাপসী মণ্ডল ও তাঁর অনুগামী হিসেবে পরিচিত বিজেপির রাজ্য কমিটির সদস্য শ্যামল মাইতি বেশকিছু শ্রমিক কর্মচারীদের নিয়ে হলদিয়ার একটি বেসরকারি অতিথি নিবাসে বৈঠক করছেন। সেই খবর পেয়ে বৈঠকের মাঝপথে ঢুকে যান বিএমএসের রাজ্য কমিটির সদস্য সত্য গুড়িয়া ও বিএমএসের জেলা সম্পাদক চন্দন প্রামাণিক। কেন তারা বিএমএসকে বাদ দিয়ে আলাদা করে শ্রমিক সংগঠন গড়ে তুলতে চাইছেন। তা নিয়ে রীতিমতো তর্কবিতর্ক শুরু হয়। সেই সংক্রান্ত একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সেই ভিডিওর সত্যতা স্বীকার করে বিএমএসের জেলা সম্পাদক চন্দন প্রামাণিকের বক্তব্য, বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী তাদের কোনও শ্রমিক সংগঠন ও ছাত্র সংগঠন নেই। অথচ তাপসী মণ্ডল ও শ্যামল মাইতিরা সমান্তরাল ভাবে আলাদা একটি সংগঠন গড়ে তুলতে চাইছেন। এই নিয়ে শ্রমিকরাও বিভ্রান্ত। 


তবে এই অভিযোগ অস্বীকার করে তাপসী মণ্ডলের দাবি, পরিকল্পনা করেই এই ভিডিও করা হয়েছে। কোনও সংগঠন তৈরির বিষয় নয়। তিনি যেহেতু হলদিয়ার বিধায়ক তাই তিনি, তাই শ্রমিকদের স্বার্থ দেখা তাঁর কাজ। তাই তিনি শ্রমিকদের সঙ্গে কথা বলছিলেন, যাদের মধ্যে তাঁর দলের কয়েকজন কার্যকর্তা ছিলেন। পাশাপাশি তাপসী মণ্ডল আরও অভিযোগ করেন, হলদিয়ায় বিএমএস ব্যর্থ। শ্রমিক স্বার্থে তারা কোনও কাজ করছেন না। তিনবছর বিধায়ক থাকলেও বিএমএসের কোন অনুষ্ঠানে তাঁকে ডাকা হয়নি বলেও অভিযোগ তাপসী মণ্ডলের।


পালটা বিএমএস-এর রাজ্য সভাপতির দাবি, ইউনিয়ন করার যদি ওনার এত ইচ্ছে, তাহলে শুধুমাত্র কারখানার গেটে কেন? টোটো ইউনিয়ন, বিড়ি শ্রমিক ইউনিয়নও করতে পারেন। কারখানার গেটে নিশ্চয় ওনার কোনও স্বার্থ আছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।