নয়াদিল্লি : ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিংহ, সুরেশ রায়না ও যুবরাজ সিংহ এবং গুরকিরত মানের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হল। কেন ? কি এমন করলেন তাঁরা ? একটি ইনস্টাগ্রাম ভিডিও এক্ষেত্রে বিতর্কের কেন্দ্রবিন্দুতে। চার ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা ওই ভিডিওয় বিশেষভাবে সক্ষমদের নিয়ে ঠাট্টা-মজা করেছেন। এদিকে ভিডিও নিয়ে বিতর্কের মাঝেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন হরভজন সিংহ। কাউকে অপমান বা আঘাত করার ইচ্ছা তাঁর ছিল না বলে তিনি দাবি করেছেন।


পিটিআই সূত্রের খবর, অমর কলোনি থানার SHO-র কাছে অভিযোগ দায়ের করেছেন ন্যাশনাল সেন্টার ফর প্রোমোশন অফ এমপ্লয়মেন্ট ফর ডিজেবলড পিপল-এর এক্সিকিউটিভ ডিরেক্টর আরমান আলি। ক্রিকেটারদের পাশাপাশি অভিযোগে নাম রয়েছে Meta India-র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর সন্ধ্যা দেবনাথনেরও। অভিযোগ বলা হয়েছে, Meta-র মালাকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে এধরনের কন্টেন্ট পোস্ট করতে দেওয়ার অনুমতি দিয়ে তথ্যপ্রযুক্তি আইন ২০০০-এর ধারা লঙ্ঘন করা হয়েছে। 


এই সংক্রান্ত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন অমর কলোনি থানার এক পুলিশ আধিকারিক। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, তদন্তের জন্য এই অভিযোগ জেলার সাইবার সেলের কাছে পাঠিয়ে দেওয়া হবে। 


ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এর ফাইনালে পাকিস্তান চ্যাম্পিন্সসদের ভারতীয় চ্যাম্পিয়ন্সরা হারানোর পর এই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেন প্রাক্তন ক্রিকেটাররা। ভিডিওয় দেখা গিয়েছে, হরভজন সিংহ, যুবরাজ সিংহ ও সুরেশ রায়নারা পিছনে হাত রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছেন। খেলায় তাঁদের শারীরিক যে ধকল গিয়েছে সেই ইঙ্গিত করতে তাঁরা এমনটা করেছেন বলে পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়েছে।


এনিয়ে PTI-এর সঙ্গে কথা বলার সময় আরমান আলি বলেছেন, এই ক্রিকেটাররা শুধু ক্ষমা চেয়ে নিলেই চলবে না। এই কাজের জন্য তাঁদের ক্ষতিপূরণ দিতে হবে।


এদিকে এই বিতর্কের পর এক্স হ্য়ান্ডেলে পোস্ট করে হরভজন লিখেছেন, "ইংল্যান্ডে চ্যাম্পিয়নশিপ জেতার পর সোশ্যাল মিডিয়ায় 'তৌবা তৌবা' ভিডিও আপলোড করা নিয়ে আমাদের যাঁরা অভিযোগ করেছেন তাঁদের কাছে বিষয়টি পরিষ্কার করতে চাই। আমরা কারও আবেগকে আঘাত করতে চাইনি। আমরা প্রত্যেক মানুষ এবং সম্প্রদায়কে সম্মান করি। আর টানা ১৫ দিন ক্রিকেট খেলার পর আমাদের শরীরের কী অবস্থা তা বোঝানোর জন্য এই ভিডিওটি করা হয়েছে।" 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।