কলকাতা: 'কোনও অসাধু প্রোমোটারের সঙ্গে দলের যোগাযোগ থাকবে না', গতকাল জানিয়েছিলেন সৌগত রায়। আর এবার রাত পেরোতেই শাসকদলকে তোপ দাগলেন অর্জুন সিং। 'প্রোমোটার না থাকলে, তৃণমূলের দোকানদারি চলবে কী করে? তোলা নিয়ে তৃণমূলের মধ্যে লড়াই আছে, আইওয়াশ করতে এসব বলছে', তোলাবাজি না থাকলে তৃণমূল খালি হয়ে যাবে, মন্তব্য অর্জুন সিংয়ের। 


জয়ন্ত সিং এত বাড়াবাড়ি করেছে, আমরা জানি না : সৌগত রায়


মূলত সৌগত রায় বলেছিলেন, দলের বিরুদ্ধে কেউ যেনও বাইরে কিছু না বলেন। অতীতের কোনও ভুল থাকলে তা সংশোধন করে নেওয়া হবে। সৌগতের কথায়, যা ভুল হয়েছে, সংশোধন করে নেব। আগামীতে হবে না। জয়ন্ত সিং এত বাড়াবাড়ি করেছে, আমরা জানি না।আগে যখন মারধর করা হয়েছিল, দেড়মাস কাস্টডিতে রাখা হয়েছিল জয়ন্তকে দাবি জানিয়েছিলেন সৌগত। 


মাথাচাড়া দিয়ে উঠছে প্রোমোটাররাজ


লোকসভা ভোটের বছরে ক্রমশ মাথাচাড়া দিয়ে উঠছে প্রোমোটাররাজ। যা নিয়ে ইতিমধ্যেই নাম জড়িয়ে বিতর্কের মুখে তৃণমূলের শীর্ষ নেতারা। সরকারি জমি দখল থেকে শুরু করে মারধরের ঘটনায় অভিযুক্ত শাসক ঘনিষ্ঠ একাধিক জন। মূলত আড়িয়াদহ, অশান্তি, আর জয়ন্ত সিং। এই তিনটে শব্দ অনেকদিন ধরেই একসঙ্গে চলে আসছে। মা-ছেলেকে মারধরের ঘটনায় মূল অভিযুক্ত, জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে আগেও মারধরের মতো অভিযোগ উঠেছে।


ফের কাঠগড়ায় এই তৃণমূলকর্মী


এবার ফের কাঠগড়ায় এই তৃণমূলকর্মী। আর এই ইস্য়ুতে, তৃণমূলের মধ্য়েই শুরু হয়েছে দায় ঠেলাঠেলি। তৃণমূলকর্মী জয়ন্ত সিং প্রসঙ্গে, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর দাবি, সৌগত রায় চেনেন। সবটাই জানেন। সৌগত রায়ের নজরে সবটাই আছে। পাল্টা সৌগত রায় বলছেন, জয়ন্তর সঙ্গে তাঁর কোনও ঘনিষ্ঠতা নেই।' যদিও সৌগতর বক্তব্যের পরপরই আজ জোর কটাক্ষ করলেন অর্জুন সিং।


আরও পড়ুন, রাজ্যে এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত ৪৪১ ! ম্যালেরিয়ায় পজিটিভ রিপোর্ট কত জনের ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।