কলকাতা: মুক্তির অপেক্ষায় তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) পরিচালিত, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) অভিনীত 'পারিয়া' ('Pariah')। এই ছবি বলবে পথের কুকুরদের গল্প। তাদের দুঃখ, দুর্দশা ও তাদের বাঁচানোর গল্প শোনা যাবে এই ছবিতে। এবার ছবির গোটা টিমকে শুভেচ্ছা জানালেন বলিউডের তারকা অভিনেতা ববি দেওল (Bobby Deol)। কী বললেন তিনি?


টিম 'পারিয়া'কে শুভেচ্ছা ববির


সোমবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে 'পারিয়া'র পোস্টার শেয়ার করে ববি দেওল লেখেন, 'অল দ্য বেস্ট বিক্রম চট্টোপাধ্যায়'। সেই সঙ্গে ছবির ট্রেলার লিঙ্কও শেয়ার করেন। ববি দেওলের পোস্ট দেখে স্বভাবতই উচ্ছ্বসিত অভিনেতা। তিনি 'লর্ড ববি'র পোস্ট শেয়ার করে লেখেন, 'আপনাকে যথেষ্ট ধন্যবাদ জানানোর ভাষা নেই ববি স্যার। অঢেল ভালবাসা।'




আগামী ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'পারিয়া'। এই ছবি সম্পর্কে পরিচালক তথাগত বলছেন, 'পারিয়া নিয়ম ভাঙার গল্প বলে। পারিয়া কথাটার অর্থ, 'নির্বাসিত'। ভারতীয় পথ কুকুরদের বলা হয় 'পারিয়া'। এই ছবির মোশন পোস্টারে দেখা গিয়েছিল, বিক্রমের সারা শরীর রক্তমাখা। হাতে একটা ছোট্ট কুকুরছানা। অপর হাতে লোহার রড নিয়ে চিৎকার করছে সে। মোশন পোস্টারটাই ছিল ভয়ঙ্কর। এই ছবিতে বিক্রম এমন একটা চরিত্রে অভিনয় করবে যে পথকুকুরদের হয়ে কথা বলবে। যাদের কথা কেউ বলে না কখনও, তাঁদের হয়ে কথা বলবে বিক্রমের চরিত্র। যাদের জন্য কেউ লড়াই করে না তাদের হয়ে লড়াই করবে বিক্রম। এই প্রথম ওকে এমন অ্যাকশন অবতারে দেখা যাবে।'


এই ছবিটি নিয়ে অভিনেতা বিক্রম বলছেন, 'পারিয়ার চরিত্রটা এখনও পর্যন্ত আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। আমায় ভীষভাবে একটা শারিরীক ও মানসিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ২ মাস ধরে শিখতে হয়েছে মার্শাল আর্ট। একজন অভিনেতা হিসেবে, এমন একটা সুযোগ পেয়ে তার সদব্যবহার করা জরুরি ছিল। আশা করি, মানুষের 'পারিয়া' ভাল লাগবে।'


আরও পড়ুন: Kabir Suman:গুরুতর অসুস্থ কবীর সুমন, ভর্তি কলকাতা মেডিক্যালের সিসিইউ-তে


বিক্রম চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করবেন অঙ্গনা রায়, সৌম্য মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, দেবপ্রসাদ হালদার, সাহির রাজ, দেবাশিস রায়। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'পারিয়া' ছবির টাইটেল ট্র্যাক। রণজয় ভট্টাচার্য এই গান তৈরি করেছেন। মুম্বই গিয়ে এই গানের জন্য সোনু নিগমের কণ্ঠ তিনি রেকর্ড করে এনেছেন, সেই খবর দিয়েছিলেন আগেই। অ্যাকশন-ড্রামা ঘরানার এই ছবির টাইটেল ট্র্যাক কিছুদিন আগেই রেকর্ড করেছিলেন সোনু। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।