ভাস্কর মুখোপাধ্যায়, আবির ইসলাম এবং এরশাদ আলম, বীরভূম: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সম্পত্তি সংক্রান্ত তদন্তে বোলপুরের (Bolpur) যে ব্যাঙ্কে সিবিআই (CBI) হানা দিয়েছিল। বুধবার সেই ব্যাঙ্কেই অগ্নিকাণ্ড ঘিরে, উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের (Birbhum) রাজনীতি (Politics)।                                                                                    


ঠিক কী ঘটেছে? 


সকাল সাড়ে ১১টা নাগাদ দোতলায় আগুন লাগে। প্রথমে ফলস সিলিং থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এরপর গোটা ব্যাঙ্কে আগুন ছড়িয়ে পড়ে। আতঙ্কিত কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। গরুপাচার মামলার তদন্তে বোলপুরের অ্যাক্সিস ব্যাঙ্কের এই ব্রাঞ্চেই বেশ কয়েকবার হানা দেয় সিবিআই।                              


অনুব্রত মণ্ডলের বাড়িতে গিয়ে সিবিআই যেদিন তাঁর মেয়ে সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করে, সেদিন একটি টিম এই ব্যাঙ্কে নথির খোঁজে গিয়েছিল। বুধবার সেই ব্যাঙ্কে আগুন লাগার পর, তা নিয়ে বাগযুদ্ধে জড়ায় বিজেপি ও তৃণমূল। নথি নষ্ট করতে চক্রান্ত করেই ব্যাঙ্কে আগুন লাগানো হয়েছে। অভিযোগে সরব বিজেপি।                                


আরও পড়ুন, পুজোর আগে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, বাড়ল বিনামূল্যে রেশন প্রকল্পের মেয়াদ


বিজেপির অভিযোগ


এদিকে, বোলপুরে অ্যাক্সিস ব্যাঙ্কে অগ্নিকাণ্ড নিয়ে ফেসবুক পোস্ট করেছেন অনুপম হাজরার। ফেসবুকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক লিখেছেন, কি মিষ্টি কাকতালীয় ব্যাপার! বোলপুরের যে ব্যাঙ্কে আজ আগুন লাগলো, সেই ব্যাঙ্কেই নাকি ইডির নজর ছিল। যেহেতু কেষ্টবাবুর বাড়ির সদস্য তথা ঘনিষ্ঠদের অ্যাকাউন্ট নাকি ওই ব্যাঙ্কে ছিল! তার মানে বীরভূমের আরও বেশ কয়েকটি ব্যাঙ্কে আগুন লাগতে পারে।                                 


ভিত্তিহীন অভিযোগ, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। এদিকে, বেশ কিছুক্ষণ পর, আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কোনও নথি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।