ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বোলপুর (Bolpur) লোকসভা (Lok Sabha Election 2024) আসনে বিজেপি প্রার্থীকে (BJP Candidate) দলের অন্দরেই ক্ষোভ জমেছে। অনুপম হাজরার ফেসবুক পোস্টের পর এবার মুখ খুললেন রাজ্য বিজেপির নেতা ও গত লোকসভা ভোটের পরাজিত প্রার্থী। দলীয় নেতাদের সমালোচনায় গুরুত্ব দিতে নারাজ বোলপুরের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। ভোটের আগে কোন্দল নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল। 


রাজ্য বিজেপির এক্সিকিউটিভ কমিটির সদস্য রামপ্রসাদ দাস বলেন, TMC-র ভোট আমার যা হিসাব ৪৫-৪৬% হবে, বিজেপির ভোটটা ৪৩+ দাঁড়াবে। অর্থাৎ প্রায় বলতে পারেন, ৬০-৭০-৮০ হাজার ভোটে কিন্তু বিজেপি হারছে।


লোকসভা ভোটের আগে বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী বাছাই নিয়ে প্রকাশ্যে এল বিজেপির ঘরোয়া কোন্দল। চব্বিশের ভোটে বোলপুর কেন্দ্রে বিজেপির টিকিটে লড়ছেন প্রিয়া সাহা। তিনি সাঁইথিয়া বিধানসভার প্রাক্তন কাউন্সিলর। ২০১৬ এবং ২০২১, পরপর দু’বার সাঁইথিয়া বিধানসভা আসনে লড়েও তৃণমূল প্রার্থীর কাছে পরাজিত হন।


এবার সেই হেরে যাওয়া প্রার্থীকেই লোকসভার টিকিট দিয়েছে বিজেপি। আর এই নিয়েই মুখ খুলেছেন ১৯এ-র লোকসভা ভোটে বোলপুর কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রামপ্রসাদ দাস। দলীয় প্রার্থীকে নিয়ে বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপকের গলায় ঝরে পড়েছে ক্ষোভ। 


আরও পড়ুন, যত বেশি খনন, ততই বেড়ে ওঠে শিবমূর্তি, উত্তরপ্রদেশের এই শিবমন্দির আজও রহস্যে ঘেরা!


রামপ্রসাদ দাস বলেন, কমপিটেন্ট ক্যান্ডিডেট যদি হতেন, তাহলে বীরভূম লোকসভার জন্য ওঁকে দিতে পারতেন। যেহেতু বীরভূম লোকসভার উনি ভোটার। বোলপুরের প্রার্থীর ব্যাপারে কতটা পুঙ্খানুপুঙ্খ স্টাডি করা হয়েছে আমার জানা নেই। কেন্দ্রীয় নেতৃত্ব সবই করতে পারে।আসানসোল তো চেঞ্জ হচ্ছে, বোলপুর যে চেঞ্জ হবে না, এটা হান্ড্রেড পার্সেন্ট বলা যায় না।


এর আগে রবিবার নিজের ফেসবুক প্রোফাইলে বিজেপি প্রার্থীকে নিয়ে ক্ষোভ উগরে দেন বোলপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপি নেতা অনুপম হাজরা। এদিকে, বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা বলেন, 'ওঁর আশীর্বাদ আমি পেয়েছি এবং উনি এটুকু বলেছেন যে, বোন তুমি জয়ী হবে। আমরা তোমার সঙ্গে আছি।'  অন্যদিকে, তৃণমূলের বীরভূম জেলা কোর কমিটির সদস্য ও মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, 'আমাদের ভাববার বিষয় একটাই যে, আমরা কথা দিয়েছি আমাদের নেত্রীকে যে বীরভূমের দুটো সিট উপহার দেব। বিপুল ভোটে উপহার দেব।'