হিন্দোল দে, বাসন্তী: ফের দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে বোমা উদ্ধার (Basanti Bomb Recovery) হল। আজ সকালে ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের চাতরাখালিতে রাস্তার পাশে তাজা বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বাসন্তী থানার পুলিশ এসে দুটি বোমা উদ্ধার করে। জনবহুল এলাকায় কে বা কারা বোমা রেখে গেল, খতিয়ে দেখছে বাসন্তী থানার পুলিশ।
যা জানা গেল...
কে বা কারা বোমা রেখে গিয়েছে, সেটি এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলেই খবর। তবে পঞ্চায়েত ভোটের সময় থেকে বোমাবাজি, খুনের অভিযোগে বার বার শিরোনামে আসার পরও বাসন্তীর ছবিটা যে বদলায়নি, সেটা ফের স্পষ্ট। এদিন রাস্তার ধারে তাজা বোমা উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই গ্রামের মানুষদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
গত পঞ্চায়েত ভোটের আগে, ১ জুলাই, বাসন্তীতে খুন হন এক তৃণমূল কর্মী। তাঁর মাথায় গুলি করা হয় বলে খবর। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েছিলেন তিনি। স্থানীয়রা সেই অবস্থায় তাঁকে দেখতে পান স্থানীয়রা। ঘটনার নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেন স্থানীয়রা। নিহত তৃণমূলকর্মীর নাম জিয়ারুল মোল্লা। পঞ্চায়েত নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে এই খুনের ঘটনায় এলাকায় আতঙ্কের পরিবেশ দেখা দেয়। সূত্রের খবর ছিল, ঘটনার দিন, রাত ৯টা নাগাদ ক্য়ানিং থেকে বাড়ি ফিরছিলেন জিয়ারুল। সেই সময়ই তাঁকে লক্ষ্য করে গুলি চলে। সটান মাথায় এসে গুলি লাগে।
এতেই শেষ নয়। ৮ জুলাই, বাসন্তীতে ভোট দিতে এসে তৃণমূল প্রার্থীর দেওরকে খুন করা হয় বলে অভিযোগ ওঠে। ফুলমালঞ্চ প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ভোট দিতে এসে খুন হন ওই ব্যক্তি। এলাকায় বোমাবাজির অভিযোগ ছিল। সেই বোমার আঘাতেই মারা যান আনিসুর ওস্তাগার, দাবি এমনই। খুনের মামলা রুজু করে তদন্তও শুরু হয়।
জেলার নানা প্রান্তে...
শুধু বাসন্তী নয়, কখনও ভাঙড়, দক্ষিণ ২৪ পরগনার নানা প্রান্ত থেকেই কম-বেশি এই ধরনের ঘটনার কথা শোনা গিয়েছে। গত বছর অগাস্ট যেমন, ঢোলাহাটে ড্রামভর্তি বোমা উদ্ধার হয়। ঘটনার দিন সকালে আবাদ ভগবানপুর গ্রামের বাসিন্দারা ঝোপের মধ্যে এক়টি প্লাস্টিকের ড্রামে বোমা দেখতে পেয়েছিলেন। খবর পেয়ে পৌঁছে যায় ঢোলাহাট থানার পুলিশ। বোমা উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। কে বা কারা বোমা মজুত করেছিল খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। তার আগেও, এই আবাদ ভগবানপুর গ্রাম থেকেই টোটোয় করে নিয়ে যাওয়ার সময় ৪টি ড্রাম থেকে ৬৫টি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হন টোটো চালক।
আরও পড়ুন:মাধ্যমিকের জন্য তৈরি সেলে কেন TMC নেতা? প্রশ্ন তুলে বিস্ফোরক বিজেপি বিধায়ক