উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : শীতের মরসুম। ফলে এই সময় ভিড় লেগেই থাকে কলকাতার বিশেষ দর্শনীয় স্থানগুলিতে। আর এর মধ্যেই এল হুমকি মেল। মুহূর্তে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল ভারতীয় জাদুঘরে ।
সূত্রের খবর, শুক্রবার সকালে বোমা দিয়ে জাদুঘর উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। জাদুঘর কর্তৃপক্ষে মেল করে টেরোরাইজার ১১১ নামে এক সংগঠন। মেলে বলা হয় জাদুঘরের ভিতরে বিভিন্ন জায়গায় বিস্ফোরক লুকোনো আছে। মেল পাওয়ার পরই জাদুঘর খালি করে দেওয়া হয়।
জাদুঘরে পৌঁছে গিয়েছে বম্ব স্কোয়াড, চলছে তল্লাশি। জাদুঘরে অনেক বড় বড় ঘর, দরজা। তাই কোনায় কোনায় চলছে তল্লাশি। কোনও জিনিসের আড়ালে বোমা রয়েছে কি না , তাও ভাবাচ্ছে কর্তৃপক্ষকে। আপাতত জাদুঘর ফাঁকা করে খোঁজার কাজ চলছে।
আরও পড়ুন :
শীত উধাও ! আজ-কালের মধ্যেই নামবে বৃষ্টি, কোথায় কোথায় জানাল আবহাওয়া দফতর
সাম্প্রতিক অতীতে ভারতের বিভিন্ন জায়গাতেই বোমাতঙ্ক ছড়িয়েছিল। যদিও সেগুলো বেশিরভাগই হুমকিই ভুয়ো প্রমাণিত হয়েছে।
গত অক্টোবরে কলামন্দিরের কাছে এজেসি বোস রোডে পরিত্যক্ত স্যুটকেস পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ায়। স্থানীয়রাই খবর দেন শেক্সপিয়র সরণি থানায়। পুলিশ এসে রাস্তা ঘিরে ফেলে। ডাকা হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। রাত ১২টা নাগাদ স্যুটকেস উদ্ধার করে দেখা যায়, তার ভিতরে রয়েছে ইটের টুকরো আর খবরের কাগজ।
তার আগে জুন মাসে বোমাতঙ্ক ছড়িয়েছিল কলকাতা বিমানবন্দরে। লন্ডনগামী বিমানে বোমা রাখা আছে বলে দাবি করেছিলেন এক যাত্রী। তার জেরে ছড়ায় আতঙ্ক। ভোররাতে ১৮৬ জন যাত্রী নিয়ে কলকাতা থেকে দোহা হয়ে লন্ডন পাড়ি দেওয়ার কথা ছিল সেই কাতার এয়ারলাইন্সের বিমানটির। রাত ৩টে ২৯ মিনিটে টেক-অফের আগে এক যাত্রী বিমানের ভিতর বোমা রাখা আছে বলে চিৎকার করতে শুরু করেন। তড়িঘড়ি নামিয়ে আনা হয় যাত্রীদের। পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক কিছু না পাওয়ায়, কলকাতা থেকে উড়ে যায় কাতার এয়ারলাইন্সের বিমান।
কয়েকমাস আগে বোমার হুমকি পাওয়ার পর বেঙ্গালুরুর এক স্কুল কয়েকদিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। একজন ব্যক্তি কর্ণাটকের রাজভবনে বোমার হুমকিও পাঠিয়েছিলেন, যদিও গ্রেফতারের পর দেখা যায় তিনি স্রেফ লোকের মনে কৌতূহল জাগানোর জন্য এটি করেছিলেন। অতি সম্প্রতি, উত্তর প্রদেশের অযোধ্যা রামমন্দিরে বোমা বিস্ফোরণের হুমকি এসেছিল।
আরও পড়ুন: প্রতিটি প্রশ্নপত্রে ‘স্বতন্ত্র কোড’! মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে নয়া ব্যবস্থা পর্ষদের