কলকাতা : হুমকি মেইল ! স্কুলে স্কুলে আতঙ্ক। ক্লাসে নাকি রাখা আছে বোমা ! এমন ভয় দেখানো মেলে আতঙ্ক ছড়িয়েছে কলকাতা শহরের স্কুলে স্কুলে। কলকাতা পুলিশের তরফ থেকে একটি বিবৃতি দিয়ে এ বিষয়ে আশ্বস্ত করা হল স্কুল কর্তৃপক্ষ, পড়ুয়া ও তাদের মায়েদের। 


কলকাতা পুলিশের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, শহরের কিছু স্কুলে বোমা রাখা আছে বলে মেইল এসেছে। কলকাতা পুলিশের নজরে আসে বিষয়টি। তবে এই মেলটি শুধুমাত্র ভয় দেখানোর উদ্দেশেই। এগুলো বিশ্বাস করার মতো কিছু নয়।  অতীতে, বেঙ্গালুরু এবং চেন্নাইয়ের মতো শহরের স্কুলগুলিতে অনুরূপ মেল পাঠানো হয়েছিল। এ ধরনের প্রতারণা-মেইল প্রেরকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরুকরেছে কলকাতা পুলিশ। পুলিশের তরফ থেকে বলা হয়েছে, 'আমরা বুঝতে পারি যে এই ধরনের বার্তা প্রাপ্ত করা বিরক্তিকর হতে পারে, কিন্তু দয়া করে শান্ত থাকুন এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত থাকুন। এরই মধ্যে আমরা সবাইকে গুজব ছড়ানো বা আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। স্কুলের যে কোনও সাহায্যের প্রয়োজন হলে,  আমরা তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছি।'  


 


 


আরও পড়ুন - Poila Boisakh 2024: পয়লা বৈশাখের আগে চৈত্রেই ঘর সাফ করা জরুরি, কী কী না করলেই নয় ? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।