বনগাঁ: পুকুরের জলে সোনার বিস্কুট ফেলে ফেরার পাচারকারী, ল্যান্ডমাইন ডিটেক্টর দিয়ে উদ্ধার। বনগাঁ সীমান্তে একটি পুকুর থেকে ৪ কেজি ৬০০ গ্রামের ৪০টি সোনার বিস্কুট। জানা গিয়েছে উদ্ধার হওয়া ওই বিস্কুটের বাজার মূল্য আড়াই কোটিরও বেশি। 


 পঞ্চায়েত ভোটের আগে বোমা-বারুদের স্তূপে বীরভূম (Birbhum)। এবার খয়রাশোলের বড়রা গ্রাম থেকে অস্ত্র-সমেত কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল কাঁকড়তলা থানার পুলিশ (West Bengal Police)। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান ও এক রাউন্ড গুলি। পুলিশ সূত্রে খবর, শেখ ইসমাইল নামে ওই দুষ্কৃতী ২০১৯-এ পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত হয়ে দীর্ঘদিন ধরে ফেরার ছিল। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে খয়রাশোলে অভিযান চালিয়ে দুষ্কৃতীর বাড়ি থেকেই তাকে গ্রেফতার (Arrest) করে পুলিশ।    


বীরভূমে আগেও অস্ত্র উদ্ধার:
শুক্রবারও বীরভূম (Birbhum) থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছিল। ওইদিন সাঁইথিয়া থেকে শতাধিক বোমা উদ্ধার করা হয়েছিল। উদ্ধার হয়েছিল চারটি আগ্নেয়াস্ত্রও। সাঁইথিয়া (Sainthia) থানার বিভিন্ন গ্রামে টানা পুলিশ অভিযান করে কালভার্ট, পরিত্যক্ত বাড়ি ও পুকুরের পাড় থেকে পাঁচটি ড্রাম ভর্তি প্রায় শতাধিক বোমা উদ্ধার করে। ২ কেজি বোমার মশলাও উদ্ধার করে পুলিশ। এর পাশপাশি, গোপন সূত্রে খবর পেয়ে, সাঁইথিয়ার বাতাসপুর স্টেশনের কাছে আগ্নেয়াস্ত্র সহ একজনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র সহ ৬ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে রয়েছে দুটি মাসকেট এবং দুটি ওয়ান শর্টার। ওইদিনই, সদাইপুরেও উদ্ধার হয়েছিল আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ। সদাইপুরেই এক ব্যক্তির কাছ থেকে  প্রায় ৩০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ২ জনকেই গ্রেফতার করেছে সদাইপুর থানার পুলিশ। 


তারও কয়েকদিন আগে মুর্শিদাবাদের (Murshidabad) বেলডাঙা থেকেও অস্ত্র উদ্ধার (Arms Recovery) হয়েছিল। ফেব্রুয়ারির শেষ দিকে পরপর কয়েকদিন ধরে বেলডাঙায় অস্ত্র উদ্ধার হয়েছিল। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। তারও কদিন আগে নদিয়া থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল। নাকা চেকিংয়ের সময় দুই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয়েছিল বেশ কিছু অস্ত্র ও গুলি। সেই সময়েই দক্ষিণ ২৪ পরগনায় বারুইপুর থেকে উদ্ধার হয়েছিল অস্ত্র। ওই দিন বারুইপুর থানা এলাকার মল্লিকপুর এলাকায় পুলিশ সন্তোষজনকভাবে ঘোরাঘুরি করায় একজন যুবককে আটক করে। তারপর তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে দু'টি আগ্নেয়াস্ত্র ও  দুই রাউন্ড কার্তুজ।