কলকাতা: সাফল্যের উদযাপনে তারকা সমাগম। বর্তমানে নেটদুনিয়ায় জনপ্রিয় হয়েছে স্বল্পদৈর্ঘ্যের ভিডিও। আর সেই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই তৈরি হয়েছিল 'জোশ' অ্যাপ। গতবছর, 'জোশ' অ্যাপের নির্মাতারা যুক্ত হন বাংলার অন্য়তম প্রযোজনা সংস্থা এসভিএফের (SVF)-এর সঙ্গে। আর সদ্যই সেই সাফল্যের বর্ষপূর্তি উদ্বোধন করল এসভিএফ (SVF) ও জোশ (Josh)।
এই আয়োজনের নাম দেওয়া হয়েছিল জোশ ক্রিয়েটরস মিট (Josh Creators' Meet)। আমন্ত্রণ করা হয়েছিল জোশ অ্যাপে যাঁরা কনটেন্ট তৈরি করেন তাঁদের। এঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হয়েছিল সেরাদের। এদিন উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ চক্রবর্তী (Anirban Chakraborty), নুসরত ফারিয়া (Nusrat Faria), অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) সহ অনেক অভিনেতা অভিনেত্রীরা।
সংস্থার দাবি, ১ বছরে অনেকটাই বেড়েছে জোশ অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা। এসফিএফের সঙ্গে যুক্ত হওয়ার অন্যতম লক্ষ্য ছিল বাংলা ভাষা। দশম থেকে বাংলা ভাষা উঠে এসেছিল পঞ্চম স্থানে। জোশের ইউজারবেস বেড়ে গিয়েছে ৬২ শতাংশ। জোশ অ্যাপে কনটেন্ট ক্রিয়েটারের সংখ্যা বেড়েছে ২৫০-এর ও বেশি।
আরও পড়ুন: 'Bholaa' Trailer Out: অপেক্ষার অবসান, প্রকাশ্যে অজয়-তব্বুর 'ভোলা' ছবির ট্রেলার
জোশ ক্রিয়েটরস মিট-এ উপস্থিত ছিলেন জোশ এবং এসভিএফ-এর তরফে উপস্থিত ছিলেন সংস্থার অন্যতম দুই কর্ণধার যথাক্রমে উমঙ্গ বেদি এবং মহেন্দ্র সোনি। ক্রিয়েটর থুড়ি জোশের তারকাদের জন্য ছিল বিশেষ পুরস্কার। তাঁদের হাতে তুলে দেওয়া হয় সেগুলি। ক্রিয়েটর হিসেবে পুরস্কার পেলেন টেলিজগতের জনপ্রিয় তারকা জন ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা ভট্টাচার্য, রাজদীপ গুপ্ত, তন্বী লাহা রায়রা।