কলকাতা :  শুক্রবার থেকে কলকাতা-সহ গোটা রাজ্যেই চালু হল করোনার বুস্টার ডোজ। এদিন সকাল থেকেই লম্বা লাইন ছিল কলকাতায় পুরসভার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। পুরসভা সূত্রে দাবি, এদিন কোভিশিল্ড ও কোভ্যাকসিন মিলিয়ে বুস্টার ডোজ নিয়েছেন প্রায় সাড়ে ৯ হাজার জন। দিন কয়েক আগে, করোনার বুস্টার ডোজ নেওয়া নিয়ে রাজ্যবাসীর অনীহায় উদ্বেগ প্রকাশ করেছিল স্বাস্থ্য দফতর। এমনকি নেওয়ার লোক না থাকায়, এ রাজ্য থেকে লক্ষ লক্ষ ভ্যাকসিনের ডোজ চলে গিয়েছিল অন্যত্র।


পুরসভার স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টার মিলিয়ে শুক্রবার  কলকাতার মোট ১৩৩টি কেন্দ্র থেকে বুস্টার ডোজ দেওয়া হয়। এদিন কোভিশিল্ডের বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ৭২২ জনকে।  কোভ্যাকসিনের বুস্টার পেয়েছেন ৭৫২ জন। 

আরও পড়ুন : 


বাচ্চারা স্কুলে যাক, শুধু এইভাবে সতর্ক থাকতে হবে, জানুন চিকিৎসকদের পরামর্শ


কোথায় পাবেন ফ্রি বুস্টার ডোজ 


রাজ্য বা কেন্দ্রের যে সমস্ত হেলথ সেন্টার হয়েছে সেখানে এই বুস্টার ডোজ বিনামূল্যে নিতে পারবেন বে ১৮ থেকে ৫৯ বছরের নাগরিকরা। কেন্দ্র এই বুস্টার ডোজ রাজ্যগুলিকে পাঠাবে । কলকাতায় পুরসভার উদ্যোগে বুস্টার ডোজের সম্পর্কে বিস্তারিত জানতে লগ ইন করুন KMC র পোর্টালে। https://www.kmcgov.in -এ। ফ্রি ডোজ পেতে গেলে সরকারি হাসপাতাল, স্বাস্থকেন্দ্র বা ভ্যাকসিনেশন কেন্দ্রতেই স্লট বুক করতে হবে Co-Win পোর্টালের মাধ্যমে । বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট মূল্য দিয়েই ভ্যাকসিন নিতে হবে। 


বিনামূল্যে বুস্টার ডোজ জন্য রেজিস্টার করবেন কীভাবে ?
 ডোজ নিবন্ধন অনলাইন এবং অফলাইন উভয়ই করা যেতে পারে। যারা  এর মাধ্যমে স্লট বুক করতে পারেন না, তাদের জন্য ওয়াক-ইন ( walk-in) সুবিধা রয়েছে। তৃতীয় ডোজের জন্য যোগ্য ব্যক্তিরা বুস্টার ডোজের জন্য CoWIN পোর্টালের মাধ্যমে নিজেদের নিবন্ধন করার চেষ্টা করতে পারেন।
CoWIN ওয়েবসাইটে,   নির্দেশিকা পড়ে নিন ভালভাবে। প্রত্যেককে আগের টিকা দেওয়ার চূড়ান্ত শংসাপত্র সঙ্গে রাখতে হবে। নাগরিকদের উচিত আগের ডোজগুলির জন্য ব্যবহৃত একই মোবাইল নম্বর এবং আইডি কার্ড ব্যবহার করা।



  •  Co-Win পোর্টালে  নিজের ফোন নম্বর দিতে হবে। সেখানে OTP এলে , তা দিয়ে  Co-win পোর্টালে দিয়ে লগ-ইন করতে হবে।

  • আপমি বুস্টার ডোজ়ের জন্য আপনি এলিজিবল হলে আপনি একটি নোটিফিকেশন পাবেন। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি বুক করতে পারবেন পছন্দসই স্লট।