ব্রতদীপ ভট্টাচার্য, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মেট্রোর টানেলের ক্রস প্যাসেজের কাজ চলাকালীন বউবাজারে বিপত্তি। জানা গিয়েছে, ক্রস প্যাসেজের কাজের সময়ে জল ঢুকে যায় টানেলে। ক্রস প্যাসেজে জল ঢুকে ধসে যায় মাটি। মাটি আলগা হয়েই ফাটল মদন দত্ত লেনের ১০টি বাড়িতে। আপ ও ডাউন টানেলের মধ্যে সংযোগকারী ক্রস প্যাসেজের কাজের সময়ে বিপত্তি। 


৫ মাসের মধ্যে ফের বউবাজারে ফিরল ফাটল আতঙ্ক। এবার দুর্গা পিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেনে একাধিক বাড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। আজ ভোরে এই ফাটল স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ে। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইস্ট ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে  ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্কে বাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে রাস্তায় নেমে আসেন তাঁরা। ইতিমধ্যেই বাসিন্দারা ১০টি বাড়ি খালি করে দিয়েছেন। এলাকায় মোতায়েন হয়েছে পুলিশ। ফাটল ধরা বাড়ি ফাঁকা করে দিতে বলেন পুলিশ কর্মীরা। ঘটনাস্থলে মেট্রোর প্রতিনিধিরা এলেও তাঁরা বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন। 


বউবাজারে মদন দত্ত লেনের উল্টোদিকে বিবি গাঙ্গুলি স্ট্রিটের ৩টি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে। ফাটল দেখা গেছে একটি ছাপাখানাতেও। সেখানে শুধু দেওয়ালে নয়, ফাটল ধরেছে মেঝেয়ও। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে বিদ্যুত্‍ সংযোগ বিচ্ছিন্ন করার কাজ শুরু করেছে সিইএসসি (CESC)।  


কী বললেন দিলীপ ঘোষ: মমতা বন্দ্যোপাধ্যায় মেট্রোর রুট ঘুরিয়ে দেওয়ার কারণেই এই সব হচ্ছে। বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজের জন্য আজ ভোরে মদন দত্ত লেনে কয়েকটি বাড়িতে ফাটল ধরা প্রসঙ্গে এই অভিযোগ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, রাজনীতির স্বার্থে ঘোরানো হয়েছে মেট্রোর রুট।  


মেট্রো রেল কর্তৃপক্ষের আর্থিক সাহায্য ঘোষণা: মেট্রোর কাজের জন্য বউবাজারে মদন দত্ত লেনের ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। KMRCL এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১০০ স্কোয়ার ফুট দোকান মালিক ও বাড়ির মালিকদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। ১০০ স্কোয়ার ফুটের বেশি আয়তনের দোকান বা বাড়ির মালিকদের দেওয়া হবে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ। 


২০১৯-এর আতঙ্ক: ২০১৯-এর পর এ বছর গত ১১ মে দুর্গাপিতুরি লেনের কয়েকটি বাড়িতে ফাটল দেখা দিয়েছিল। সে সময় ২২টি পরিবারকে ঘর ছাড়তে হয়। ৮-১০টি বাড়িতে ফাটল ধরা পড়ে। শুধু বাড়ি নয়, রাস্তাতেও দেখা দেয় ফাটল।