BYD Atto Vs MG ZS EV: চিনের বিওয়াইডি অ্যাট্টো ৩ লঞ্চ হতেই শুরু হয়ে গিয়েছে প্রতিযাগিতা। অটো সাইটগুলির  তুলনামূলক আলোচনায় জোরদার লড়াই শুরু হয়েছে BYD Atto 3 সঙ্গে MG ZS EV-র।   ভারতে প্রিমিয়াম মিড-সাইজ ইভি স্পেসে এই দুই গাড়ি নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। আপাতত ২০২৩ সালের শুরুতেই চিনা এই ইভির দাম প্রকাশ্য়ে আনবে কোম্পানি। 


Car Comparison: কার গাড়ি বেশি বড় ?
Atto 3 এর দৈর্ঘ্য ৪৪৪৫ এমএম। সেখানে ZS EV-র দৈর্ঘ্য ৪৩১৪ এমএম, দৈর্ঘ্যের তুলনামূলক আলোচনায় Atto 3 মরিস গ্যারাজের থেকে বড়। ZS EV-এর প্রস্থ ১৮০৯ এমএম ও Atto 3-র প্রস্থ ১৮৭৫ এমএম। হুইলবেসের ক্ষেত্রেও ZS EV-এর পরিমাপ ২৪৯৮এমএম, যেখানে Atto 3-এর হুইলবেস ২৭২০ এমএম। সবথেকে বড় বিষয়, বর্ন ইলেকট্রিক গাড়ি হওয়ায় অ্যাট্টোতে কেবিন  ফ্ল্যাট প্লাটফর্ম পাবেন যাত্রীরা।  পিছনের মেঝের মাঝে কোনও উঁচু জায়গা না থাকায় সহজেই তিনজন বসতে পারবেন গাড়িতে।  


BYD Atto Vs MG ZS EV: কোন EV দেয় বেশি রেঞ্জ?
Atto 3-তে পাবেন একটি ৬০.৪৮ কিলোওয়াট ব্যাটারিপ্যাক ,যা ৫২১কিমির ARAI রেঞ্জ অফার করে। পাশাপাশি এর সাম্প্রতিক ফেসলিফ্টের পরে MG ZS EV একটি ৫০.৩কিলোওয়াট ব্যাটারি প্যাকসহ ৪৬১ কিলোমিটারের একটি ভাল রেঞ্জও অফার করে।


Car Comparison: কে বেশি শক্তিশালী ?
MG ZS একটি একক বৈদ্যুতিক মোটরে চলে। যা ১৭৬ এইচপি শক্তি ও ২৮০ এনএম টর্ক উৎপন্ন করে। অন্যদিকে Atto 3 এর মোটর ২০১ এইচপি  ও  ৩১০ নিউটন মিটার টর্ক উৎপন্ন করে।


BYD Atto Vs MG ZS EV:কোনটিতে আরও বেশি বৈশিষ্ট্য আছে ?
BYD Atto 3 ADAS লেভেল 2 বৈশিষ্ট্য  রয়েছে। ড্রাইভার টেলগেট, একটি সুইচযোগ্য টাচস্ক্রিন, 360 ডিগ্রি ক্যামেরা, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস চার্জিং, নিয়ন্ত্রণযোগ্য সামনের আসন, ৭টি এয়ারব্যাগ, অ্যাম্বিয়েন্ট লাইটিং সহ আরও অনেক কিছু পেয়েছে। অন্যদিকে, MG ZS ইভিতে অ্যাপস, 360 ডিগ্রি ক্যামেরা, প্যানোরামিক সানরুফ, নতুন LED আলো, বড় টাচস্ক্রিন, ৬ টি এয়ারব্যাগ সহ অন্যান্য অনেক বৈশিষ্ট্য সহ কানেক্টেড কার টেকনোলজি দিয়েছে কোম্পানি। 


Car Comparison: দাম কত ?
ZS EV-এর দাম ২২.৫ লক্ষ থেকে ২৬.৫ লক্ষ টাকার মধ্যে রাখা হয়েছে। যেখানে Atto 3-এর দাম এখনও প্রকাশ করেনি কোম্পানি। তবে আমরা আশা করি, এটি আরও দামি হবে। যেহেতু এমজি আকারে বড়, তাই এটির দাম ৩০ লক্ষ টাকা হতে পারে। 


BYD Atto 3 Electric SUV: চিনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা BYD (বিল্ড ইওর ড্রিম) ভারতে নতুন বৈদ্যুতিক SUV Atto 3 নিয়ে এসেছে। ভারতে এটি কোম্পানির দ্বিতীয় গাড়ি। এর আগে কোম্পানি ভারতের বাজারে তাদের একটি ইলেকট্রিক MPV E6 নিয়ে এসেছিল। দেশে, এই গাড়িটি MG ZS EV ও Hyundai Kona EV-র সঙ্গে প্রতিযোগিতায় নামবে। গাড়িটি SKD (সেমি-নকড ডাউন) রুটের মাধ্যমে দেশে আনবে BYD। পরে যা চেন্নাইয়ের কাছে শ্রীপেরামবুদুর প্ল্যান্টে তৈরি হবে।


BYD Atto 3: কত শক্তিশালী ইঞ্জিন পাবে গাড়ি ?


Atto 3 তে 60.49kWh এর ব্যাটারিপ্যাক রয়েছে। এই ব্যাটারিপ্যাকটি ৫২১ কিলোমিটার রেঞ্জ দিতে সক্ষম। অন্তত তেমনই দাবি করছে কোম্পানি। গাড়িতে একটি স্থায়ী ম্যাগনেটিক সিঙ্ক্রোনাস বৈদ্যুতিক মোটর ব্যবহার করা হয়েছে, যা ২০১ বিএইচপি সর্বোচ্চ শক্তি ও ৩১০ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এই গাড়িটি মাত্র ৭.৩ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তুলতে পারে।


Car loan Information:

Calculate Car Loan EMI