কলকাতা: গোটা রাজ্যে শিক্ষক পদে শূন্যপদের সংখ্যা ৭৮১, দাবি শিক্ষামন্ত্রীর (Bratya Basu On Vacancy)। ব্রাত্য বসু জানিয়েছেন, সারারাজ্যে উচ্চমাধ্যমিক স্কুলে শূন্য শিক্ষকপদের সংখ্যা ১৩। মাধ্যমিক স্কুলে শূন্য শিক্ষকপদের সংখ্যা ২৮। উচ্চ প্রাথমিকে শূন্যপদ ৪৭৩ এবং প্রাথমিকে শূন্যপদ ২৬৭ জন। পাশাপাশি বিজেপির লক্ষাধিক শূন্যপদের দাবি খারিজ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী।                                   


যোগ্যদের নিয়োগের দাবিতে, আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাস্তার উপর। যাঁদের আজ স্কুলে বসে পড়ানোর কথা, রাস্তায় বসে তাঁরা চাকরির দাবিতে চোখের জল মুছছেন। কেটেছে অনেকগুলো উৎসবের রাত। তাঁরা ভুলেছেন বাড়ির পথ। রোদ, ঝড়, জল বৃষ্টি মাথায় করেই চাকরির দাবিতে রয়েছেন পথে। পেরিয়ে গিয়েছে একের পর এক উৎসব অথচ তাঁদের জীবনে আসেনি কোনও নতুন স্বপ্নের হাতছানি। অন্যদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেফতার করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিকেও।


কী জানালেন ব্রাত্য বসু?


আর এই অবস্থায় এবার চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক ব্রাত্য বসু বলেন, দফতরের যে হিসেব সেই অনুযায়ী, বিজেপি যে শূন্যপদের কথা বলেছিল তা সম্পূর্ণ ভুয়ো এবং ভ্রান্ত। বাকি যে শূন্যপদ আছে তা আদালতের নির্দেশ মোতাবেক শূন্যপদ পূরণ করব। আদালতের নির্দেশ অনুযায়ী, শর্তসাপেক্ষে নতুন কর্মসংস্থানের দিকে এগোব। গোটা রাজ্যে শিক্ষক পদে শূন্যপদের সংখ্যা ৭৮১।                   


আর বিতর্কের মুখে রীতিমতো ভোলবদল করলেন তিনি। খোদ শিক্ষামন্ত্রীর দেওয়া এই তথ্য সামনে আসতেই শুরু হয় তরজা। পরে ব্রাত্য বসু বলেন, "৭৮১ নয় রাজ্যে শিক্ষকের শূন্যপদ ৫৫ হাজারের বেশি, দাবি করলেন ব্রাত্য বসু। রাজ্যে প্রাথমিক শিক্ষকের শূন্যপদ ১১ হাজার ৭৬৫। উচ্চ প্রাথমিকে শিক্ষকের শূন্যপদ ১৪ হাজার ৩৩৯। মাধ্যমিকে শিক্ষকের শূন্যপদ ১৩ হাজার ৫০০-র বেশি। উচ্চ মাধ্যমিকে শিক্ষকের শূন্যপদ সাড়ে ৫ হাজারের বেশি।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Train Derailed: ট্র্যাক বদল করার সময় বিপত্তি, লাইনচ্যুত লোকাল ট্রেন