ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: সম্প্রতি ব্রিগেডে লক্ষ কণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠান ঘিরে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। চড়তে শুরু করে বিজেপি বনাম তৃণমূলের বাগযুদ্ধের পারদ। কলকাতার পর এবার দিঘা। সৈকত শহরেও বসবে দশ হাজার কণ্ঠে গীতাপাঠের আসর ! এবার সেই কথা জানালেন রাজ্যেরই এক মন্ত্রী।
রাজ্যের কারামন্ত্রী ও রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি জানিয়েছেন, রাজ্য সরকারের উদ্যোগে পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম। লোকসভা ভোটের আগে আগামী এপ্রিল মাসেই তার উদ্বোধন হতে পারে। মন্ত্রী অখিল গিরি জানিয়েছেন, দিঘায় জগন্নাথ মন্দিরের সূচনায় ব্রাহ্মণদের নিয়ে বসবে গীতাপাঠের আসর।
২০২২ সালের মে মাসে অক্ষয় তৃতীয়ার দিন নির্মাণ শুরু হয় দিঘার জগন্নাথ মন্দিরের। সেই মন্দির উদ্বোধন হওয়ার কথা আগামী বছর এপ্রিলে। অর্থাৎ লোকসভা ভোটের ঠিক মুখে-মুখে। তবে কি বিজেপির রামমন্দির উদ্বোধনের কথা মাথায় রেখেই এপ্রিলে জগন্নাথ মন্দির উদ্বোধনের পরিকল্পনা করল তৃণমূল? এই প্রশ্নটা উঠছেই।
বিভিন্ন সনাতনী সংগঠনের উদ্যোগে গত রবিবারই লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হয়েছে কলকাতার ব্রিগেড ময়দানে। তাতে দেখা গিয়েছিল বঙ্গ বিজেপির তাবড় নেতানেত্রীদের। প্রধানমন্ত্রী আসতে না পারলেও, ব্রিগেডে গীতাপাঠের প্রশংসা করে লিখিত বার্তা দেন তিনি। সেই অনুষ্ঠান নিয়ে বিজেপি শিবির যখন হিন্দুত্বের পালে হাওয়া তুলতে ব্যস্ত, তখন তৃণমূল সরকারের মন্ত্রীর গলায় শোনা গেল দিঘায় গীতাপাঠের কথা। অখিল গিরি বলেন, ' আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে, আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যাঁরা গীতাপাঠ করেন তাঁদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতাপাঠ করাব। সনাতন ব্রাহ্মণরা শুধু আয়োজন করবেন, আমরা সহযোগিতা করব। আমরা ১০ হাজার টার্গেট করছি।'
২০২৪ সালের লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে, জানুয়ারিতে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছে বিজেপি। অন্যদিকে, আবার রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির ধাম।
যার উদ্বোধন হতে পারে এপ্রিল মাসেই। লোকসভা ভোটের আগে বঙ্গভূমি যেন গীতাপাঠের ভূমি। এবার কি গীতাকে হাতিয়ার করেই ভোটবাক্সে ঝড় তুলতে চাইছে সব রাজনৈতিক দল?
আরও পড়ুন :