কলকাতা : গীতা পাঠের দিন 'আমিষ খাবার বিক্রি' করায় বিক্রেতাকে মার ? 'ব্রিগেডে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের পাশাপাশি তাঁর স্টল ভাঙচুর করা হয়েছে।' চিকেন প্যাটিস বিক্রেতাকে 'মারধরের' সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএম। জামিন অযোগ্য ধারায় জোড়া FIR রুজু ময়দান থানার। দুই আক্রান্ত বিক্রেতার অভিযোগের ভিত্তিতে FIR দায়ের।

Continues below advertisement

লালবাজার সূত্রের খবর, সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্তদের। ঘটনা প্রসঙ্গে তৃণমূল বলছে, 'সরকারে না এসেও রাজ্যে আমিষ খাবারে নিষেধাজ্ঞা চাপানোর চেষ্টা হচ্ছে।' এর নেপথ্যে বিজেপি-হিন্দুত্ববাদীরা রয়েছে' বলে অভিযোগ তাদের। যদিও লকেট চট্টোপাধ্যায় দাবি করেছেন, 'পুরোটাই চক্রান্ত, এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই।'

ওই চিকেন প্যাটিস বিক্রেতা বলেন, "নাম বলতেই টেনে ফেলে দিল প্যাটিস। এসে জিজ্ঞাসা করল, 'চিকেন প্যাটিস আছে ?' তুলে ফেলে দিল। মারধরও করেছিল। বলছে, 'এই তুই এখানে চিকেন প্যাটিস বিক্রি করছিস কেন ?' আমি বলছি, 'স্যার আমি চিকেন প্যাটিস ব্যবসা করছি। দেখুন দাদা, আমি জানি না। এখানে মাল নিয়ে এসেছি।' ৩ হাজার টাকার মাল ছিল। সব মাল ফেলে দিয়েছে। কানমুতো, পিঠে মেরেছিল। মেডিক্যালে বললাম, এখনও গায়ে হাতে ব্যথা আছে। বড়ি খাচ্ছি। ব্যবসা তো করছি সবসময়। জীবনে কখনো হয়নি। এই প্রথম হল। ২০-২২ বছর ধরে ব্যবসা করছি।" এ প্রসঙ্গে বিজেপির তরফে লকেট চট্টোপাধ্যায় বলেন, "আমাদের লোকজন অন্তত এই জিনিস, এই কাজ করতে পারে না। আমি এটা মনে করি। বিভিন্নভাবে এই গীতাপাঠ অনুষ্ঠানকে বিভ্রান্ত-বিভ্রাট করার জন্য, এই ধরনের জিনিস করা হয়েছে।"

Continues below advertisement

পাল্টা তৃণমূলের তরফে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, "গীতা পাঠ যারা করছেন তাঁরা তো গীতার মূল মন্ত্রটা বুঝবেন। গীতা কী বলে ? সবাইকে নিয়ে চলার, সবাইকে ভালবাসার বার্তা পৌঁছে দেওয়ার। এটাই বলে। সবাইকে। সবাইকে নিয়ে চলার ধর্ম, এটাই তো গীতা বলে। একদিকে গীতা পাঠ, আর একদিকে দুঃস্থ মানুষ, যিনি তাঁর জীবন-জীবিকা চালানোর জন্য চিকেন প্যাটিস বিক্রি করছেন, তাঁকে মারধর করা...গীতা পাঠ করে কি এটা করা যায় ? আমরা জিজ্ঞাসা করছি। মাছ অথবা মুরগির মাংস, এসব যা হোক...এগুলো যে এক্সপোর্ট হয় তার টাকাটা কিন্তু যায় কেন্দ্রীয় সরকারে। এক্সপোর্ট হচ্ছে তার টাকা দিয়ে দিব্যি খাওয়া যায়, আর এখানে চিকেন প্যাটিস বিক্রি করছেন একটা দুঃস্থ মানুষ, তাঁকে মারধর করা যায় ? এই দুটো হয় ?"