রুমা পাল, কলকাতা: উল্টোডাঙার (Ultodanga) মানিকতলা হাউসিং এস্টেটে (Maniktala Housing Estate) প্রাক্তনমন্ত্রী অশোক ভট্টাচার্যর (Ashok Bhattacharya) ফ্ল্যাটে চুরির অভিযোগ। আবাসনের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। থানায় অভিযোগ দায়ের করেছেন শিলিগুড়ির (Siliguri) প্রাক্তন মেয়র (Mayor)। 


লন্ডভন্ড ঘর, জানালার গ্রিল ভাঙা। তছনছ আলমারি খাস কলকাতায়, প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যর ফ্ল্যাটে চুরির অভিযোগ ঘিরে শোরগোল। উল্টোডাঙার মানিকতলা হাউসিং এস্টেটের এই ফ্ল্যাটে তিনি থাকেন না। দেখভাল করেন কেয়ারটেকার। সেই ফ্ল্যাটেই চুরির অভিযোগ।


প্রাক্তন মন্ত্রীর ফ্ল্যাটে চুরি। অশোক ভট্টাচার্যর ফ্ল্যাটে চুরির অভিযোগ। সিপিএম নেতা ও প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য বলেন, "আমি তো এখানে থাকি না। একটি ছেলে থাকে। তবে ও ছিল না। ১০ তারিখই চুরিটি হয়। গেট খুলতেই দেখা যায় এই অবস্থা।"


আরও পড়ুন, তৃণমূল ছেড়ে বিজেপিতে তমোঘ্ন, 'মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ’, বিস্ফোরক তাপস


টিভি, ইলেকট্রিক কেটলি, পিতলের মেমেন্টো -সহ বেশ কয়েকটি জিনিস চুরি হয়েছে বলে অভিযোগ। মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছেন অশোক ভট্টাচার্য।