মুম্বই: বিসিসিআইয়ের (BCCI) আসন্ন নির্বাচন নিয়ে জল্পনা-কল্পনা অব্যাহত। সূত্রের খবর অনুযায়ী, বিসিসিআইয়ের সভাপতি পদে থাকছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর বদলে নতুন বোর্ড সভাপতি হচ্ছেন রজার বিনি। কোন রাখঢাক না করে, সেই জল্পনা এবার সত্যি হতে চলেছে বলে কার্যত জানিয়েই দিলেন বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্ল (Rajeev Shukla)।


মনোনয়ন জমা দিয়েছেন কারা?


১৮ অক্টোবর, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে মুম্বইয়ে বিসিসিআইয়ের নির্বাচন আয়োজিত হবে। তার আগে ১১ ও ১২ অক্টোবর বিভিন্ন পদে মনোনয়ন জমা দেবেন ইচ্ছুক প্রার্থীরা। অবশ্য একমাত্র এক পদে একাধিক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিলে তবেই সেক্ষেত্রে পরের মঙ্গলবার আনুষ্ঠানিক নির্বাচন হবে। নয়তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন জমা দেওয়া প্রার্থীরাই সেই পদে নিযুক্ত হবেন। সম্ভবত তেমনটাই হতে চলেছে। রাজীব শুক্লর কথা থেকে অন্তত তেমনটাই বোঝা যাচ্ছে। তিনি বলেন, 'এখনও পর্যন্ত বিসিসিআইয়ের সহ-সভাপতি পদে আমি মনোনয়ন জমা দিয়েছি। রজার বিনি সভাপতির পদে মনোনয়ন জমা দিয়েছেন। জয় শাহ সচিব এবং আশিস শেলার কোষাধ্যক্ষ পদে মনোনয়ন জমা করেছেন।'


 






 


বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়


শুক্ল জানান এখনও পর্যন্ত একাধিক ব্যক্তি কোনও পদেই মনোনয়ন জমা দেননি। 'বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা সকলেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের পদে নিযুক্ত হব।' স্পষ্ট জানান বলেন শুক্ল। কিন্তু এখনওপর্যন্ত বিভিন্ন প্রশাসনিক পদে মনোনয়ন জমা দেওয়ার জন্য সময় রয়েছে। তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় যে রাজীব শুক্লরা বিভিন্ন পদে বসতে চলেছেন, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। অবশ্য তেমনটা হওয়ার সম্ভাবনাই বেশি। ক্রিকেট প্রশাসনে সৌরভের ভবিষ্যত নিয়েও জল্পনা তুঙ্গে। বর্তমান পরিস্থিতি অনুযায়ী বোর্ড সভাপতি থাকছেন না তিনি। খবর অনুযায়ী, আইসিসি চেয়ারম্যান পদেও তাঁর প্রতি প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা কম। তাই এরপর 'মহারাজ' কী করেন, সেই দিকে সকলেরই নজর রয়েছে।


আরও পড়ুন: শাহিভোজের পরও বিজেপি-তে নয়, বরং কলকাতায় মমতার মঞ্চে, সৌরভের পদ খোয়ানোর নেপথ্যে রাজনীতি!