রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির (Jalpaiguri) গয়েরকাটা চা বাগানে (Tea Garden) খুন (murder)। দাদাকে খুনের অভিযোগে ভাইকে গ্রেফতার (arrested) করেছে পুলিশ। দুই ভাইয়ের মধ্যে কোনও বিবাদ ছিল না বলে দাবি করেছে মৃতের পরিবার। কী কারণে এই ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ।


দাদাকে খুনের অভিযোগে গ্রেফতার ভাই


ভাইয়ের হাতে খুন দাদা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল জলপাইগুড়ির বানারহাটে। মৃতের নাম শিব্রানুস টোপ্পো। শুক্রবার গভীর রাতে বাড়িতে ঘুমন্ত অবস্থায় খুন হন গয়েরকাটা চা বাগানের এই শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, একই বাগানে কাজ করতেন শিব্রানুসের দূর সম্পর্কের ভাই মাইকেল কুজুর। দুই ভাইয়ের মধ্যে সদ্ভাব ছিল।


অভিযোগ, শুক্রবার রাত সাড়ে ৩টে নাগাদ বাড়িতে ঢুকে ঘুমন্ত দাদার ওপর ছুরি নিয়ে হামলা চালান মাইকেল। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন শিব্রানুস। মৃতের স্ত্রী শান্তিমণি টোপ্পোর অভিযোগ, 'দু’ জনের মধ্যে কোনও ঝগড়া ছিল না। সাড়ে ৩টে নাগাদ বাড়িতে ঢুকে ছুরি দিয়ে আমার স্বামীর মাথায় মারে।' চিৎকারে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। তাঁরাই গুরুতর জখম বাগান শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মৃতের আত্মীয় ও প্রতিবেশী এনেমাইন টোপ্পো বলেন, 'চিৎকার শুনে সবাই চলে আসে। প্রথমে বাগানের হাসপাতালে পরে ধূপগুড়িতে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়।'


দাদাকে খুনের অভিযোগে অভিযুক্ত ভাইকে গ্রেফতার করেছে বানারহাট থানার পুলিশ। কী কারণে খুন, খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 


আরও পড়ুন: Siliguri: শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ৮ হাজার রাজ্য পুলিশ, শুরু রাজনৈতিক তরজা


ঘুমন্ত অবস্থায় স্ত্রীর গলা কেটে খুন স্বামীর


অন্যদিকে মঙ্গলকোটের (Mongolkot) সাগিরা গ্রামে ঘুমন্ত স্ত্রীর গলা কেটে খুন (Murder) করে স্বামী। অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জানা গিয়েছে, মৃতার বয়স আঠাশ বছর। বছর দশেক আগে পেশায় মোটর গ্যারাজের কর্মী তাপস দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মঙ্গলকোটের সাগিরা গ্রামে। প্রাথমিক তদন্তে অনুমান, সাংসারিক অশান্তির জেরেই স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে অভিযুক্ত। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রীর।