সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: আজ ভ্রাতৃ দ্বিতীয়া৷ ভাইদের কপালে ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনার দিন৷ অথচ সেই দিনেই দিদির কোল থেকে ভাইকে কেড়ে নিল অদৃষ্ট! মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় ভাইফোঁটার দিনেই প্রাণ হারালেন ভাই।  


দিদির কাছে ভাইফোঁটা নেওয়ার উদ্দেশেই বেরিয়েছিলেন ভাই। কিন্তু তার আগেই পথ দুর্ঘটনায় আহত দিদি ও ভাই। বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ ঘটনাটি ঘটে সুগন্ধা পঞ্চায়েতের জারুরা দিল্লি রোডের উপর। আহত বাইকে থাকা দিদি ও ভাই তাদেরকে পোলবা থানার পুলিশ উদ্ধার করে চুঁচুড়া হাসপাতালে পাঠায়। কিন্তু শেষরক্ষা হয়নি। 


স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কলকাতা থেকে চার চাকা গাড়িটি ব্যান্ডেল যাচ্ছিল। মোটর বাইকটিও কলকাতা দিক থেকে আসছিল।হঠাৎই পথে জারুর-এর কাছে  দুর্ঘটনাটি ঘটে। চার চাকা গাড়িতে চালক-সহ ছিলেন তিনজন। ধাক্কায় একেবারে দুমড়ে মুচরে যায় চারচাকা গাড়ির সামনের অংশ। 


আরও পড়ুন, মর্গে ছেলের দেহ রেখে 'দাদা'কে ভোট দিয়েছিলেন, সেই বোনের হাতেই এবার ভাইফোঁটা নিলেন অধীর


দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আছেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পোলবা থানায়। পুলিশ এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং আটক করা হয়ে চার চাকা গাড়িটিকে। ঘটনার তদন্ত করছে পুলিশ।