ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে দিদির বাড়িতে গিয়ে ভাইফোঁটা (Bhaiphota) নিলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) ।  মূলত, বৃহস্পতিবার ভাইফোঁটায় মেতে উঠেছে সেলেব থেকে সাধারণ। সেই বাদ নেই তালিকায় রাজনীতিবিদরাও। এদিন ভাইফোঁটার সেই সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পেজে শেয়ার করলেন দিলীপ ঘোষ। 'অন্তত আজকের দিনটা, নিজেদের ভাই বোনদের সঙ্গে কাটান', অনুরোধ জানালেন সবাইকেই।


এদিন ফেসবুকে ছবি পোস্ট করে দিলীপ ঘোষ লিখেছেন, 'ঝাড়গ্রামে দিদির বাড়ি ভাইফোঁটার মুহূর্ত। কালের নিয়মে আমাদের দুজনেরই বয়েস বেড়েছে। কিন্তু আমাদের মধ্যে স্নেহ একই রয়েছে।  বহুদিন পর দিদির সাক্ষাত পেলাম। ভাইবোন একত্রিত হওয়ার আবেগটাই আলাদা। আজকের কর্মব্যস্ত জীবনে সকলেই ছুটছে। তবু সবাইকে অনুরোধ করব সময় বের করে অন্তত আজকের দিনটা, নিজেদের ভাই বোনদের সঙ্গে কাটান।'  



অপরদিকে, ভাইফোঁটা উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়। নিয়েছেন ভাইফোঁটাও। শোভনের সঙ্গে ছিলেন বৈশাখীও। যা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। মূলত, এদিন দুপুর আড়াইটে নাগাদ মমতার কালীঘাটের বাড়িতে যান কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। সেখান থেকে বেরোনোর পথে বৈশাখী বলেন, '‘অভিমানের মেঘ কেটেছে। শোভনের এবার সরাসরি রাজনীতিতে ফেরা উচিত।’ সঙ্গে আরও বলেন, 'শোভন মমতাদির খুব আদরের।' বিষয়টি নিয়ে দিলীপের প্রতিক্রিয়া, 'পুরনো যা কিছু ছিল সেটাই আবার ফিরে আসছে।' তিনি আরও বলেন, সকলে নিজের মান-অভিমান নিয়ে ব্যস্ত। পশ্চিমবঙ্গের কী হবে, চিন্তা নেই। এই মেঘ জমছে কেন, এই মেঘ কাটছে কেন সেটাও আমরা বুঝতে পারি না। যাঁরা নিজের শর্তে রাজনীতি করেন, তাঁরা মাঝেমধ্যে অদলবদল করেন। কে থাকল আর না থাকল তাতে বাংলার কী পরিবর্তন হল ?' মন্তব্য তাঁর।


আরও পড়ুন, ৫৯২ দিনে পড়ল ধর্না, পথেই ভাইফোঁটা, চোখ ভিজল চাকরিপ্রার্থীদের


উল্লেখ্য, একসময়ের তৃণমূলের দোর্দন্ডপ্রতাপ নেতা তিনি। তারপরে ঘর বদলে বিজেপিতে যেতে দেখা যায় তাঁকে। তবে বিজেপিতে সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি শোভন চট্টোপাধ্য়ায়কে। একাধিকবার নানা ইস্যুতে বিতর্কের মুখে পড়েছেন তিনি। এরপরেই ক্রমশ বিজেপির সঙ্গে দূরত্ব বেড়েছে শোভন-বৈশাখীর। আর এরপরেই পট পরিবর্তন। ক্রমশ যোগাযোগ বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এর আগে নবান্ন গিয়েও মমতার সঙ্গে দেখা করেছেন শোভন-বৈশাখী। তারপরে এবার মমতার বাড়িতে ভাইফোঁটা নিতে গেলেন শোভন। এর আগে দীর্ঘদিন ধরেই ভাইফোঁটা নিতে প্রতিবছর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যেতেন শোভন চট্টোপাধ্যায়। তবে এবার ফের ভাইফোঁটা নিতে যেতেই চাপানউতোর রাজনৈতিক মহলে।