আবির দত্ত, কলকাতা: এবিপি আনন্দে ভাইয়ের কীর্তি নিয়ে মুখ খুলেছিলেন। প্রকাশ্যে ভাইয়ের বিরুদ্ধে মুখ খোলার জেরেই তাঁর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ করলেন, কালীঘাটের কাকু ওরফে, সুজয়কৃষ্ণ ভদ্রর দাদা। স্থানীয় ক্লাবের এক সদস্য তাঁকে মারধর করেছেন বলে তাঁর অভিযোগ। ABP Ananda কে সুজয়কৃষ্ণ ভদ্রের দাদা অজয়কৃষ্ণ ভদ্র জানান, ' মুখ খুলেছিলাম বলে আমার উপর আক্রমণ। যে মেরেছে সে বলেছে। আমার ওপর বহু রোষ আছে। ' 


নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলায় জেলবন্দি রয়েছেন ভাই। তাঁর বিরুদ্ধে, চার্জশিটে বিস্ফোরক সমস্ত দাবি করেছে ইডি। এবার সেই সুজয়কৃষ্ণ ভদ্র (Sujay Krishna Bhadra ) ওরফে কালীঘাটের কাকুর ( Kalighater Kaku )  দাদাকে, বেধড়ক মারধরের অভিযোগ উঠল। গত ৩০ মে, গ্রেফতার হয়েছিলেন সুজয়কৃষ্ণ। আর ভাই গ্রেফতার হতেই বিস্ফোরক দাবি করেছিলেন, দাদা অজয়কৃষ্ণ ভদ্র। তিনি জানান, ভাইয়ের অভ্যুত্থানের কাহিনি। সেই সঙ্গে এও দাবি করেন,  অভিষেক বন্দ্যোপাধ্যায় মাঝেমধ্য়ে বাড়িতে আসতেন।              


অভিযোগ, ভাইয়ের বিরুদ্ধে এভাবে মুখ খোলায় তাঁর উপর অনেকেরই রোষ ছিল। যা চরম আকার নেয় গত রবিবার। বেহালা উত্তরসূরি ক্লাবের সদস্য অজয়কৃষ্ণের দাবি, ওই দিনে ক্লাবের বৈঠকে একজনের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। এরপরই রাজু দাস নামে, এক ক্লাব সদস্য তাঁকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ।


 সুজয়কৃষ্ণ ভদ্রের দাদা অজয়কৃষ্ণ ভদ্র এও জানান, '  ভাইয়ের বিরুদ্ধে মুখ খুললাম বলেই আমায় এরকম করলো। আতঙ্কে দিন কাটাচ্ছি। এবার তো মারা শুরু হয়ে গেল। মিথ্যা বললে হাজার বলতে হয় সত্যি একটাই। আমি সত্যি নিয়ে চলি। মরার আগে এভাবে কাপুরুষের মতো মরতে চাই না।'


তিনি আরও বলেন, ' এখনও বলছি ওর অভিযোগ প্রমাণিত হলে শাস্তি হবে। আমি দুর্নীতিকে সাপোর্ট করিনি, করব না।' 


অজয়কৃষ্ণের দাবি, তিনি আক্রান্ত হলেও, ক্লাব কর্তৃপক্ষ তাঁকেই ৭ দিনের জন্য সাসপেন্ড করেছে।গোটা ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া নিতে, ক্লাব সম্পাদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি ফোন ধরেননি। তবে এই ঘটনাকে একেবারেই সমর্থন করছেন না, অন্যান্য ক্লাব সদস্যদের একাংশ।  


আরও পড়ুন :


ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায় 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial