অর্ণব মুখোপাধ্যায়, রিষড়া: ৪ দিন পার, এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার BSF পিকে সাউ। উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। এবার পাঠানকোট যাচ্ছেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী।
চারদিন পার, এখনও পাক রেঞ্জার্সের হাতে বন্দি রিষড়ার BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। এই পরিস্থিতিতে এবার স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটে যাচ্ছেন জওয়ানের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ৮ বছরের ছেলে। সঙ্গে থাকবেন পরিবারের আরও ৩ জন। BSF-এর তরফে ওই জওয়ান ছাড়া পাবেন বলে জানালেও কবে মুক্তি তার দিনক্ষণ কিছুই জানানো হয়নি বলে পরিবারের দাবি। বুধবার, পাঞ্জাবের পিরোজপুর এলাকায় ভুল করে সীমান্তের ওপারে যেতেই পাক রেঞ্জার্সের হাতে আটক হন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ।
৩৭ বছরের BSF জওয়ান পুনম কুমার সাউ পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত ছিলেন। সূত্রের খবর, বুধবার ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন তিনি। তারপরেই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। এই অবস্থায়, একরাশ আতঙ্কে নাওয়া-খাওয়া ভুলেছে হুগলির রিষড়ার সাউ পরিবার। ইতিমধ্যে BSF জওয়ান পুনমকুমার সাউয়ের পাক রেঞ্জার্সের হেফাজতে থাকার এই ছবি প্রকাশ করেছে পাকিস্তান। এ-ছবি আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে পরিবারের সদস্যদের। পাক-বাহিনীর হাতে আটক বাঙালি BSF জওয়ানের স্ত্রী রজনী সাউ গতকাল বলেন, "এখন সব থেকে গুরুত্বপূর্ণ হল আমার স্বামী। আমি আগে স্বামীকে ঠিকঠাক ভাল করে আনতে পারি, তার থেকে আর ভাল আমার জন্য কিছু নেই। ওরা (পাকিস্তান) মেনে নিয়েছে যে ওনাকে (পুনম কুমার সাউ) গ্রেফতার করা হয়েছে, পাকিস্তানের তরফ থেকে। উনি কী অবস্থায় আছে, কেন রেখেছে ওকে, ওর তো কোনও ভুল নেই। ও জাস্ট একটু নতুন জায়গা ছিল, বুঝতে পারেনি ক্রস করে গেছে। এই জিনিসগুলো ওখানে হয়। পাকিস্তানের লোক ইন্ডিয়াতে আসে, ইন্ডিয়ার লোক পাকিস্তানে যায়। ছেড়ে দেয়।''
কবে ঘরে ফিরবেন পুনম, এখন সেই অপেক্ষতেই রয়েছে তাঁর পরিবার। পুনম কুমার সাউকে ফিরিয়ে আনার বিষয়ে গতকালই BSF-এর ডিজি-র সঙ্গে কথা বলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সোশাল মিডিয়া পোস্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "তিনি (DG, BSF) আমায় জানালেন, সরকারের সংশ্লিষ্ট সব সংস্থা তাঁকে ভারতে ফিরিয়ে নিয়ে আসার সম্ভাব্য সব রকমের প্রচেষ্টা চালাচ্ছে। ডিজি জানিয়েছেন, পাকিস্তান একটু সময় নিচ্ছে। তবে আশা করা হচ্ছে শেষপর্যন্ত তারা (পাকিস্তান) তাঁকে (পুনম কুমার সাউ) ফিরিয়ে দেবে। ডিজি আমাকে আশ্বাস দিয়েছেন যে, পাকিস্তানে এই মুহূর্তে পুনম সুরক্ষিত এবং সুস্থ রয়েছেন।''