কলকাতা: ৮ পেরিয়ে ৯ দিন হতে চলল, এখনও পাক বাহিনীর হাতে বন্দি অবস্থায় রয়েছেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ (BSF Jawan Detained)। এদিকে স্বামীকে উদ্ধার করতে রিষড়া থেকে সুদূর পাঞ্জাব ও হিমাচল প্রদেশে গিয়েও খালি হাতে বাংলায় ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ।

পাক রেঞ্জার্সের হাতে আটক এরাজ্য়ের BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। ৮ পেরিয়ে ৯ দিন হতে চলল। একাধিক ফ্ল্যাগ মিটিং হওয়া সত্ত্বেও, এখনও দেশে ফেরানো যায়নি এই বিএসএফ জওয়ানকে। হুগলির রিষড়া থেকে পাঞ্জাব, পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশে পাড়ি দিয়েও, শেষমেশ খালি হাতেই বাংলায় ফিরলেন বন্দি BSF জওয়ান পূর্ণম কুমার সাউয়ের অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ।                                                হাজার হাজার কিলোমিটার পাড়ি দিলেন, কিন্তু খালি হাতে ফিরতে হয়েছে। মিলেছে আশ্বাস, সময় লাগবে কিছুটা, তবে ফেরত দেবে বলেছেন আধিকারিকেরা। পাক-বাহিনীর হাতে বন্দি বাঙালি BSF জওয়ানের স্ত্রী রজনী সাউ বলেন, "আশ্বস্ত আমি, ওরা প্রচুর চেষ্টাও করছে, আমাকে দেখিয়েওছে, আমায় অপেক্ষা করতে বলেছে। আমি আপাতত আশা রাখছি.. ওরা বলেছে যুদ্ধ লাগলেও পিকের কিছু হবে না, আমি আপাতত আশ্বস্ত, তবে না পেলে দিল্লি যাব।''                  পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় পাকিস্তানের যোগ নিয়ে আর কোনও সংশয় নেই। যে কোনও মুহূর্তে, পাকিস্তানের ওপর পাল্টা আঘাত হানাতে প্রস্তুত ভারতীয় সেনা। এই আবহে পাকিস্তান থেকে কবে নিজের দেশে ফিরতে পারবেন বিএসএফ জওয়ান পূর্ণম? সেই উদ্বেগ যাচ্ছে না পরিবারের।ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গেছিলেন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। তখনই তাঁকে আটক করে পাক রেঞ্জার্স। ৬ দিন ধরে কোনও খোঁজখবর না পাওয়ায় গত সোমবার ৮ বছরের ছেলেকে নিয়ে স্বামীর কর্মস্থল পাঞ্জাবের পাঠানকোটের উদ্দেশে রওনা দিয়েছিলেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী। পাঞ্জাব থেকে হিমাচল প্রদেশে গিয়ে, একাধিক বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা হয় বন্দি BSF জওয়ানের স্ত্রীর। আধিকারিকদের থেকে স্বামীর ফেরত আসার আশ্বাস মিলতেই বাড়িতে ফেরেন রজনী সাউ। তিনি জানাচ্ছেন, "আমি সন্তুষ্ট, আশাবাদী। বিএসএফ ফিরিয়ে আনবে বলেছে, আধিকারিকরা বলেছেন কথা চলছে।''