পার্থপ্রতিম ঘোষ, হুগলি: আজই বাড়ি ফিরছেন পাক-হেফাজত থেকে মুক্ত জওয়ান পূর্ণমকুমার সাউ। এদিন বাড়ি ফিরতেই, পুস্পস্তবক ও জাতীয় পতাকা দিয়ে তাঁকে সম্মান জানানো হয়। নিজের শহরে ফিরে কেমন লাগছে ? প্রশ্ন করতেই পূর্ণমকুমার বলেন, ভাল লাগছে। মা-বাবার সঙ্গে দেখা করেছি। ভারতে ফিরে মনে হচ্ছে দ্বিতীয়বার জন্ম হয়েছে। 

আরও পড়ুন, চিপস চুরির অপবাদ সইতে না পেরে আত্মঘাতী ক্লাস সেভেনের পড়ুয়া ! 'মা আমি চুরি করিনি, কুড়িয়ে পেয়েছিলাম..', লিখে গেল সে

দীর্ঘ প্রতীক্ষার অবসান। দেশে ফেরার পর অবশেষে ঘরে ফিরলেন হুগলির রিষড়ার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ। হাও়ড়া স্টেশন থেকে হুডখোলা জিপে করে আনা হয় রিষড়ায় নিজের শহরে। জাতীয় পতাকায় মুড়ে ফেলা হয় বীর জওয়ানকে। বাড়ি ফিরে খুশি পূর্ণম ও তাঁর পরিবার। দেশে ফিরেছেন আগেইএবার ঘরের ছেলে ফিরলেন ঘরে। BSF জওয়ান  পূর্ণমকুমার সাউ বলেন,আপনাদের সকলের ভালবাসা আশীর্বাদে ফিরতে পেরেছি, আপনাদের ধন্য়বাদ। 

গত ২৩ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরদিন, পঞ্জাবের পাঠানকোটে পাকিস্তান বাহিনীর হাতে ধরা পড়েন BSF জওয়ান পূর্ণমকুমার সাউ। ২৩ মে ফিরলেন হুগলির রিষড়ার বাড়িতে।ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টা ৫০। হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ১৭ নম্বর প্ল্য়াটফর্মে ঢুকল ডাউন পূর্বা এক্সপ্রেস।ট্রেন থেকে নামলেন ২১ দিন পাকিস্তানের জেলে বন্দি থাকা পূর্ণমকুমার সাউ। বন্ধু, পরিজনরা অপেক্ষা করছিলেন আগে থেকেই ফুলের তোড়া নিয়ে হাজির ছিলেন হাওড়ার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। স্টেশনে নামতেই ফুলের তোড়া দিয়ে বরণ করা হল বিএসএফ জওয়ানকে। প্রায় ১ মাস পর ছেলেকে পেয়ে জড়িয়ে ধরেন বাবা ভোলানাথ সাউ।  বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউ বলেন, আপনাদের সকলের ভালবাসা আশীর্বাদে ফিরতে পেরেছি, আপনাদের ধন্যবাদ।ভারত এগিয়ে ছিল, এগিয়ে থাকবে। বাবা,মায়ের কাছে ফিরতে পেরে খুশি। নিজের দেশে ফিরেছি। হুড খোলা জিপে করে আনা হয় পূর্ণমকে। মুড়ে দেওয়া হয় জাতীয় পতাকায়। বাড়ির সামনে বাঁধভাঙা উচ্ছ্বাস। বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের স্ত্রী   রজনী সাউ বলেন, জনতা খুশি। গোটা রিষড়া খুশি। রিষড়াকে সাজানো হয়েছে। আমাদের কাছে আজ দীপাবলি। দীর্ঘ উদ্বেগের পর অবশেষে সাউ পরিবারে ফিরল শান্তি।

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)