কলকাতা: পঞ্চসায়রে জয়ী বিরোধী প্রার্থীদের অপহরণের অভিযোগে নতুন মোড়। পুলিশের দাবি, ৪ প্রার্থীই জানিয়েছেন, অপহরণ নয়, বোর্ড গঠন না হওয়া পর্যন্ত তাঁরা স্বেচ্ছায় গোপন আস্তানায় থাকছেন। দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী ৩ বিজেপি প্রার্থী ও বাম সমর্থিত এক নির্দল প্রার্থী জানিয়েছেন, ভোটের ফল ঘোষণার পরেই তাঁরা মথুরাপুর ছাড়েন। ২৫ জুলাই থেকে পঞ্চসায়রের ভাড়া বাড়িতে ছিলেন। সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, সব কিছু ঠিক থাকলে জয়ী প্রার্থীদের পরিবারের সঙ্গে কথা বলানো হচ্ছে না কেন? এর আগে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ জয়ী বিরোধী প্রার্থীদের ভাড়া বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন সিপিএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায়।
অপহরণের অভিযোগে নতুন মোড়: পঞ্চসায়রে অপহরণ-জল্পনায় নতুন মোড়। 'কেউ অপহরণ করেনি' ভাইরাল হওয়া ভিডিওয়ে এমনই দাবি করতে শোনা গেল, মথুরাপুরের বিরোধী দলের চার জয়ী প্রার্থীকে। যাকে হাতিয়ার করে, পুলিশের মুখেও কার্যত শোনা গেল শাসকদলের কথা।প্রথম থেকেই তৃণমূল দাবি করে আসছে, চারজনকে অপহরণ করা হয়নি, তাঁরা স্বেচ্ছায় কলকাতায় এসেছেন।
এবার লালবাজারের তরফেও জানানো হল, শুক্রবার বিকেলে পঞ্চসায়র থানার ওসি-র কাছে একটি চিঠি আসে। তারপর পুলিশ গিয়ে ওই চারজন জয়ী প্রার্থীর সঙ্গে দেখা করে। তখন তাঁরা জানান যে, নিজেরাই চলে এসেছেন এবং নিরাপদে আছেন। তাঁদের অপহরণ করা হয়নি, গুজব রটানো হয়েছে। তাঁরা গোপন আস্তানায় রয়েছেন। যতদিন না পঞ্চায়েতের বোর্ড গঠন হচ্ছে, ততদিন তাঁরা প্রকাশ্যে আসতে চান না। পুলিশের তরফে আরও দাবি করা হয়েছে, যেহেতু তাঁদের অপহরণ করা হয়নি, তাই FIR-ও দায়ের হয়নি।
বৃহস্পতিবার রাতে, পঞ্চসায়রে কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জয়ী ৩ বিজেপি প্রার্থী ও বাম সমর্থিত এক নির্দল প্রার্থীকে, রাতে গাড়িতে তোলার ছবি, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।মথুরাপুরের ওই গ্রাম পঞ্চায়েত দখল করতেই, বিরোধী দলের জয়ী প্রার্থীদের তৃণমূল অপহরণ করেছে বলে অভিযোগ তোলে সিপিএম।এরই মধ্যে ভাইরাল হয় এই ভিডিও। যেখানে চারজন জয়ী প্রার্থীকে বলতে শোনা যাচ্ছে, তাঁদের অপহরণ করা হয়নি। যেখানে আছেন, ভাল আছেন। বিজেপির 'অপহৃত' জয়ী প্রার্থী সুশান্ত মণ্ডল বলেন, “কোনও প্ররোচনায় কেউ পা দেবেন না। আমরা যেখানে আছি, ভাল আছি, সুস্থ আছি।’’
আরও পড়ুন: Dengue Update: হাসপাতালে রোগীদের ভিড়, দুই বর্ধমানে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা