কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Former CM Buddhadeb Bhattacharya) বাড়িতে পাঠানোর প্রস্তুতি শুরু। আজ হাসপাতাল থেকে একটি টিম যায় বুদ্ধদেববাবুর বাড়িতে। বাড়ির সেট-আপ খতিয়ে দেখার জন্য বাড়িতে গেল মেডিক্যাল টিম। প্রায় আড়াই দিন অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে না বুদ্ধবাবুকে। কিন্তু তারপরেও সম্পূর্ণ সংক্রমণমুক্ত রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
বাড়িতে পাঠানোর প্রস্তুতি শুরু: ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। বুদ্ধদেব ভট্টাচার্যর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে উডল্যান্ডস হাসপাতালের ৪ সদস্যের হোম কেয়ার টিম। বাড়িতে চিকিৎসার ব্যবস্থাপনা সরেজমিনে দেখতেই চিকিৎসকের নেতৃত্বে এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে যান স্বাস্থ্য কর্মীরা। বাড়িতেও বুদ্ধবাবুকে বাইপ্যাপ ও রাইলস টিউব পরানো থাকবে। ফলে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই হাসপাতালের হোম কেয়ার টিম এদিন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে আসে। হাসপাতাল সূত্রে খবর, বুদ্ধবাবুর সব রক্ত পরীক্ষার রিপোর্ট চিকিৎসকদের মতে সন্তোষজনক। বুদ্ধবাবুকে বিছানা থেকে তুলে হাঁটা-চলা করানোর প্রয়াস শুরু হয়েছে। রাইলস টিউব পরানো থাকলেও, তাঁকে মুখ দিয়ে তরল খাবার খাওয়ানোর চেষ্টা চলছে। আজ আবার মিলিত হবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। আলোচনার পরেই কবে তাঁকে বাড়ি পাঠানো যায় সেবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার, হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। সোমবার মেডিক্যাল বোর্ডের (medical board) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উডল্যান্ডস হাসপাতালের (woodland Hospital) চিকিৎসক সপ্তর্ষি বসু গতকাল বলেন, “বুধবার ছেড়ে দেওয়া হবে।’’ উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, হাসপাতালের তরফে হোম কেয়ারের জন্য মেডিক্যাল বোর্ড থাকবে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হোম কেয়ারে অভ্যস্ত করে তোলার জন্য বাড়ি থেকে বাইপ্যাপ যন্ত্র এনে হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলছে চেস্ট ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন।বাড়ি ফিরলেও সেই প্রক্রিয়া চলবে। বাড়িতে রাখতে হবে অক্সিজেন কনসেন্ট্রেটর। ব্যবস্থা রাখতে হবে নেবুলাইজারেরও। জীবাণুমুক্ত করা হচ্ছে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর পাম অ্যাভিনিউর ফ্ল্যাট।
২৯ জুলাই জ্বরের পাশপাশি, শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণের জেরে অক্সিজেন স্যাচুরেশন কমে যায় বুদ্ধদেব ভট্টাচার্যর। ওইদিন বিকেলে ক্রিটিক্য়াল কেয়ার অ্যাম্বুল্য়ান্সে গ্রিন করিডর করে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বুুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায়, ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। গতকাল, সোমবার উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়,আগের থেকে বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিছানায় বসে কথা বলছেন চিকিৎসক ও ভিজিটরদের সঙ্গে। রবিবার গুনগুন করে রবীন্দ্রসঙ্গীতও গেয়েছিলেন তিনি।
আরও পড়ুন: Recruitment Scam: কার থেকে কত টাকা? কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের বিরুদ্ধে CBI চার্জশিটে বিস্ফোরক তথ্য