নিউ ইয়র্ক: মহিলাদের টেনিসে কিংবদন্তি তিনি। গত বছর টেনিসকে (Tennis) বিদায় জানিয়েছিলেন। চলতি বছরে কিছুদিন আগেই পরিবারে নতুন সদস্য আসার খবর সবার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। এবার ইনস্টাগ্রামে নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করলেন সেরেনা উইলিয়ামস (Serena Williams)। কিছুদিন আগেই ২৩ গ্র্যান্ডস্লাম জয়ের মালকিন গর্ভবতী অবস্থায় নিজেকে কীভাবে ফিট রাখছেন সেই ভিডিও পোস্ট করেছিলেন নিজের সোশ্য়াল মিডিয়াতে।
নিজের ছবির ক্যাপশনে সেরেনা লিখেছেন, ''আমি দীর্ঘদিন ধরেই এই দিনটির জন্য, এই মুহূর্তের জন্য অপেক্ষা করছিলাম। যে কোনও কিছুর জন্য তৈরি রয়েছি আমি।'' নিজের উন্মুক্ত বেব বাম্পের ছবি পোস্ট করেছেন বেশ কয়েকটি সেরেনা তাঁর সোশ্য়াল মিডিয়ায়।
টেনিস বিশ্বের অন্যতম সেরা ২ প্লেয়ার রজার ফেডেরার ও সেরেনা উইলিয়ামস। মহিলাদের টেনিসে ২৩টি গ্র্যান্ডস্লামের মালিক সেরেনা উইলিয়ামস। ফেডেরারের ঝুলিতে রয়েছে ২০টি গ্র্যান্ডস্লাম। ২০০০ থেকে পরবর্তী ২০ বছরে টেনিস বিশ্বকে রীতিমত শাসন করেছেন ২ জন। ২০২২ সালে টেনিসকে বিদায় জানিয়েছেন ২ কিংবদন্তি। এবার এক মজার গল্প শোনালেন তিয়াফোয়। মিক্সড ডাবলসের ম্যাচে একবার সেরেনার সঙ্গে খেলছিলেন ফ্রান্সেস তিয়াফোয়। সেই ম্যাচেই সেরেনার উল্টোদিকে খেলছিলেন ফেডেরারও। সেই ম্য়াচে ফেডেরারের বিরুদ্ধে একটা সময় কিছুটা পিছিয়ে পড়েছিলেন সেরেনা।
খেলার বিরতির ফাঁকে ফেডেরারের দিকে তাকিয়ে সেরেনা বলেছিলেন, ''আমি কোনওভাবেই মেনে নিতে পারছি না ফেডেরারের বিরুদ্ধে আমার পিছিয়ে পড়াটা। ফেডেরার কখনওই আমার থেকে ভাল প্লেয়ার নয়। আমি ২৩টি গ্র্যান্ডস্লাম জিতেছি। সেখানে ফেডেরার ২০টি গ্র্যান্ডস্লাম জিতেছে।'' ২০১৯ সালের একটি ম্যাচের প্রসঙ্গ টেনে এনেছেন তিয়াফোয়। তবে পুরোটাই যে মজার ছলে সেরেনা ফেডেরারের উদ্দেশে বলেছিলেন, তা জানান আমেরিকান টেনিস তারকা।
উল্লেখ্য, সেরেনা ২০১৭ সালে অ্যালেক্সিসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির একটি পাঁচ বছর বয়সি কন্যাও রয়েছে যাঁর নাম অলিম্পিয়া। টেনিস ছাড়াও নিজের পরিবার, স্বামী ও মেয়েকে নিয়ে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন সেরেনা। এবার তাঁর সংসারে আসতে চলেছে আরও এক নতুন অতিথি।
আরও পড়ুন: ডেঙ্গিতে আক্রান্ত সুনীল ছেত্রীর স্ত্রী সোনম ভট্টাচার্য