আবির দত্ত, কলকাতা: বজবজ বিস্ফোরণের পর বিপুল পরিমাণ বাজি উদ্ধারের ঘটনায় ধৃতদের জামিন। ধৃত ৪০ জনকে ১ হাজার টাকার বন্ডে জামিন দিল আদালত। ধৃতদের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা পুলিশের। বজবজ বিস্ফোরণের ঘটনায় ধৃত ব্যক্তির পুলিশ হেফাজত। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে মামলা দায়ের। ৩০ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ।                        


একটা সপ্তাহও পেরোয়নি। পূর্ব মেদিনীপুরের এগরায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ভয়াবহতা কার্যত কাঁপিয়ে দিয়েছে গোটা রাজ্যকে। একের পর এক দগ্ধ দেহের ছবি, শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দিয়েছে। এগরার রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ ২৪ পরগনার বজবজ। বেআইনিভাবে মজুত বাজিতে বিস্ফোরণে মৃত্যু হল এক নাবালিকা-সহ ৩ জনের। স্থানীয়দের একাংশের দাবি, বজবজের নন্দরামপুর দাসপাড়ায় দীর্ঘদিন ধরে বাজির কারবার চলে। অভিযোগ, প্রায় প্রতি বাড়িতেই বেআইনিভাবে বাজি মজুত থাকে। রবিবার রাত পৌনে ৮টা নাগাদ, একটি বাড়ির ছাদে আগুন লাগে। ভেঙে পড়ে অস্থায়ী টিনের ছাউনি। তাতেই চাপা পড়ে যান তিনজন। আর বেরোতে পারেননি। মৃত্যু হয় যমুনা দাস (৬৫), তাঁর মেয়ে পম্পা ঘাটি (৪৫) এবং নাতনির।                 

ঘটনাস্থল বজবজ থানার অন্তর্গত হলেও, সেখান থেকে মহেশতলা থানার দূরত্ব মেরেকেটে ২। বজবজ দমকল কেন্দ্রের দূরত্ব মাত্র ৩.৪ কিলোমিটার। আর বজবজ থানার দূরত্ব সাড়ে ৬ কিলোমিটার। রবিবার, বিস্ফোরণের পর টনক নড়ে প্রশাসনের। দোকানে, বাড়িতে সর্বত্র চলে তল্লাশি অভিযান। উদ্ধার হয় বস্তা বস্তা বাজি। বজবজ, মহেশতলা, নোদাখালি ও কালীতলা আসুতি থানা এলাকায় ৪০ হাজার কেজি বেআইনি বাজি বাজেয়াপ্ত করা হয়।                  
 
ধৃতদের জামিন আদালতের: সোমবারও বিস্ফোরণস্থলের অদূরে সেখানে গিয়ে দেখা যায় পুকুরময় বারুদ। জলে ভাসছে বারুদ বোঝাই বস্তা। সোমবার ঘটনাস্থলে যায় সিআইডি ও ফরেন্সিক। এদিকে বিস্ফোরণের ঘটনায় ধৃত বেচু মণ্ডলকে,৩০ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত।তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগে, ৩০৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অন্যদিকে বাজি উদ্ধারের ঘটনায়,গ্রেফতারের ২৪ ঘণ্টার মধ্যেই, ধৃত ৪০ জনের প্রত্যেকে জামিন পেয়ে গেলেন।


আরও পড়ুন: Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?