OnePlus 10R 5G: ওয়ানপ্লাস ১০আর ৫জি (OnePlus Smartphone) ফোনের দাম কমেছে ই-কমার্স সংস্থা অ্যামাজনে (Amazon)। গতবছর এপ্রিল মাসে ওয়ানপ্লাসের এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম লঞ্চের সময় ছিল ৩৮,৯৯৯ টাকা। তবে অ্যামাজনে এখন এই মডেলের দাম ৩৪,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ক্ষেত্রে একটি কুপন ভিত্তিক ছাড় রয়েছে যেখানে ক্রেতারা ৪০০০ টাকা ছাড় পাবেন। এর পাশাপাশি ব্যাঙ্কের কার্ড বা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে ফোন কিনলে ক্রেতারা ক্যাশব্যাক পাবেন। 


অ্যামাজনে বর্তমানে ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৪,৯৯৯ টাকা। এরপর কুপন ভিত্তিক ৪০০০ টাকা ছাড়ের ফলে ফোনের দাম হবে ৩০,৯৯৯ টাকা। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ড বা ইএমআই ট্রানজাকশনের মাধ্যমে ১৫০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ থাকছে। এর ফলে ফোনের দাম কমে হবে ২৯,৪৯৯ টাকা। অন্যদিকে আবার থাকছে এক্সচেঞ্জ অফারের সুবিধা। সেক্ষেত্রে ৩১,১৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। 


ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনের ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ধার্য হয়েছে ৩৮,৯৯৯ টাকা। এই ফোন ৩৪,৯৯৯ টাকাতেও কেনা যাবে। কুপন ভিত্তিক ছাড়ে ৪০০০ টাকা পাবেন ক্রেতারা। এই ভ্যারিয়েন্টের আসল দাম ৪২,৯৯৯ টাকা। জানা গিয়েছে, ব্যাঙ্ক অফারের মাধ্যমে এই ফোন অ্যামাজন থেকে ৩২,৯৯৯ টাকায় কেনা যাবে।


ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে রয়েছে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০০ প্রসেসর। এছাড়াও এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর ও ২ মেগাপিক্সেলের আরও একটি ম্যাক্রো শুটার। ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। ওয়ানপ্লাসের এই ফোনে ৮০ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি। ওয়ানপ্লাস ১০আর ৫জি ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 


Redmi A2 Series: রেডমি এ২ (Redmi A2) এবং রেডমি এ২ প্লাস (Redmi A2 Plus) - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছে। রেডমির এই দুই ফোন বাজেট ফ্রেন্ডলি মডেল। অর্থাৎ আকাশছোঁয়া দাম নয় এই দুই ফোনের। রেডমি এ২ ফোনের ২ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯৯৯ টাকা। এছাড়াও ২ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৪৯৯ টাকা। এর পাশাপাশি ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৭৪৯৯ টাকা। রেডমি এ২ প্লাস ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা। কালো, হাল্কা সবুজ, হাল্কা নীল- এই তিন রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ২ এবং রেডমি এ২ প্লাস- এই দুই ফোন। অ্যামাজনের পাশাপাশি Mi.com, Mi Home Stores এবং শাওমির রিটেল পার্টনার থেকে এই দুই ফোন কেনা যাবে। 


আরও পড়ুন- নীল, কমলা না কি সাদা? কোন পাসপোর্ট আপনার? কেন এত ভাগ?