সন্দীপ সরকার, কলকাতা : বুধবার হাসপাতাল থেকে ছাড়া হবে বুদ্ধদেব ভট্টাচার্যকে (Budhhadeb Bhattachrya)। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলছে চেস্ট ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন। বাড়ি ফিরলেও চলবে সেই প্রক্রিয়া। বাড়িতেও বাইপ্যাপ সার্পোটে থাকতে হবে তাঁকে।
১১ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুধবার, হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে (Ex Chief Minister)। সোমবার মেডিক্যাল বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উডল্যান্ডস হাসপাতাল (Woodlands Hospital) সূত্রে খবর, হাসপাতালের তরফে হোম কেয়ারের জন্য মেডিক্যাল বোর্ড থাকবে।
প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হোম কেয়ারে অভ্যস্ত করে তোলার জন্য বাড়ি থেকে বাইপ্যাপ যন্ত্র (Bypap Machine) এনে হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। কারণ, বাড়িতেও বাইপ্যাপ সার্পোটে থাকতে হবে তাঁকে। রাইলস টিউব ব্যবহার করলেও, মাঝে মাঝে তাঁকে অল্প তরল ও নরম খাবার খাওয়ানো হচ্ছে। বাড়িতে গেলেও দিন সাতেক রাইলস টিউব ব্যবহার করতে হবে।
ফুসফুসের কর্মক্ষমতা বাড়াতে চলছে চেস্ট ফিজিওথেরাপি (Chest Physiotherapy) ও রিহ্যাবিলিটেশন। বাড়ি ফিরলেও সেই প্রক্রিয়া চলবে। বাড়িতে রাখতে হবে অক্সিজেন কনসেন্ট্রেটর। ব্যবস্থা রাখতে হবে নেবুলাইজারেরও। ইতিমধ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তাঁর স্বাস্থ্যজনিত সমস্ত পরিকাঠামো তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। জীবাণুমুক্ত করা হচ্ছে প্রাক্তন মুখ্য়মন্ত্রীর পাম অ্যাভিনিউর ফ্ল্যাট।
গত ২৯ জুলাই জ্বরের পাশপাশি, শ্বাসনালী ও ফুসফুসে সংক্রমণের জেরে অক্সিজেন স্যাচুরেশন কমে যায় বুুদ্ধদেব ভট্টাচার্যর। ওইদিন বিকেলে ক্রিটিক্য়াল কেয়ার অ্যামবুল্যান্সে গ্রিন করিডর করে পাম অ্যাভিনিউয়ের বাড়ি থেকে বুুদ্ধদেব ভট্টাচার্যকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায়, ৮ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তারপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
সোমবার উডল্যান্ডস হাসপাতালের তরফে জানানো হয়েছে, আগের থেকে বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। প্রাক্তন মুখ্য়মন্ত্রী বিছানায় বসে কথা বলছেন চিকিৎসক ও ভিজিটরদের সঙ্গে। রবিবার গুনগুন করে রবীন্দ্রসঙ্গীতও গেয়েছিলেন তিনি। মঙ্গলবার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বেশ কিছু রক্ত পরীক্ষা করা হবে। ফের বৈঠকে বসবে মেডিক্যাল বোর্ড।
আরও পড়ুন- টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন