কলকাতা : 'দুর্নীতি তো একটা হয়েছে, অবশ্যই হয়েছে। এই দুর্নীতি দলের ক্ষেত্রে অসম্মানের, পদক্ষেপ নিয়েছে দল'। নিয়োগে দুর্নীতি (Recruitment Scam) নিয়ে দাবি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর (Madan Mitra)। পাশাপাশি তাঁর আরও দাবি 'মমতা-অভিষেকের মানসম্মান নিয়ে টানাটানি হয়েছে'। একধাপ এগিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্য, 'এই ধরণের কাজ যাঁরা করেছেন, এই পাপের কোনও বিচার নেই।'


গত বছরখানেক ধরে রাজ্য রাজনীতিতে তোলপাড় চলছে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে। ন্যায্য চাকরির দাবিতে একদিকে অবস্থান, বিক্ষোভ, ধর্নায় চাকরিপ্রার্থীরা। অন্যদিকে আদালতে একের পর এক মামলা ও তারপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের হাতে একের পর এক নেতা-মন্ত্রীদের মতো প্রভাবশালীদের গ্রেফতারি। বছরখানেকের বেশি সময় ধরে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।


দলের প্রাক্তন মহাসচিবের মতোই কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো যুব পর্যায়ের নেতাদেরও গ্রেফতারির পর একে একে দল থেকে বহিষ্কার করেছে ঘাসফুল শিবির। 'টাকা দিয়ে রাজ্যে চাকরি হয়েছে, মেধার দাম কোথায়' এই প্রশ্ন তুলেছেন চাকরিপ্রার্থী থেকে আদালত। সবমিলিয়ে নিয়োগ দুর্নীতির চলতে থাকা পর্বে যে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি অনেকটাই ধাক্কা খেয়েছে, তেমনটাই মনে করেন মদন মিত্র। কামারহাটির বিধায়কের মতে, দুর্নীতির জেরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সম্মানহানিও হয়েছে।


পাশাপাশি 'পাপ' বলে যেদিন নিয়োগ দুর্নীতিতে মুখ খুললেন মদন মিত্র, সেদিনই প্রসঙ্গক্রমে গ্রেফতার হয়েছেন ৪ অযোগ্য শিক্ষক। নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথমবার কোনও শিক্ষককে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত। আর যে ঘটনার পরই রাজ্যে তৈরি হয়েছে নতুন এক পরিস্থিতি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাঁদের নিয়োগ দুর্নীতি মামলায় সাক্ষী হিসেবে দেখাচ্ছিল, তাঁদেরকে স্বেচ্ছায় চাকরি পেতে টাকা দিয়ে সমান দোষে দুষ্ট বলেই মনে করছে আদালত। আর এই ধরণের গ্রেফতারির পরই আশঙ্কা দানা বাঁধছে, তাহলে কী এরপর আরও এই এহেন গ্রেফতারি দেখবে রাজ্যবাসী।


আর সেখানেই আইনজীবীদের একাংশের অন্য একটি আশঙ্কা সামনে উঠে আসছে, তাহলে কী আর চাকরি চুরিতে যুক্ত শিক্ষকরা স্বেচ্ছায় এগিয়ে আসবেন তদন্তের স্বার্থে ? আর যার সঙ্গেই রাজ্যে ঘুরথে থাকা অন্য প্রশ্নটিও সামনে আসছে, ঠিক কতদূর বিস্তৃত এই নিয়োগ দুর্নীতির শিকড় !


 


আরও পড়ুন- টাকা দিয়ে চাকরি পাওয়া ৪ শিক্ষক গ্রেফতার, নিয়োগ দুর্নীতি মামলায় প্রথম


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial